• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্যারাটে

বর্তমান সময়ে এই ক্যারাটে বিশেষভাবে সমাজজীবনে বড় জায়গা করে নিয়েছে। বিওএ-র সভাপতি স্বপন ব্যানার্জি বলেন, নিরাপত্তা এবং সুরক্ষার জন্য ক্যারাটে শেখাটা অবশ্যই প্রয়োজন।

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্যারাটে প্রতিযোগী ও উদ্যোক্তারা। নিজস্ব চিত্র

বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন অনুমোদিত ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পরিচালনায় দু’দিনের ২৬তম পশ্চিমবঙ্গ রাজ্য সাবজুনিয়র ক্যারাটে সহ প্রথম দলীয়-কুমিতে ও ভেটারেন্স প্রতিযোগিতা শুরু হল শুক্রবার থেকে। এই প্রতিযোগিতায় ৫০০-রও বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। বিশেষ করে ভেটারেন্স বিভাগের প্রতিযোগীদের মধ্যে দারুণ উৎসাহ দেখতে পাওয়া গেল। এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ রায় ও বিওএ’র সভাপতি স্বপন ব্যানার্জি। ছিলেন রাজ্য সংস্থার সভাপতি হনশি প্রেমজিৎ সেন। খেলার প্রসারে এই ক্যারাটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে থাকে। মন্ত্রী অরূপ রায় বলেন, প্রতিরক্ষার পাশাপাশি নিজের সুরক্ষাকে বজায় রাখার জন্য ক্যারাটে শেখাটা অবশ্যই প্রয়োজন।

বর্তমান সময়ে এই ক্যারাটে বিশেষভাবে সমাজজীবনে বড় জায়গা করে নিয়েছে। বিওএ-র সভাপতি স্বপন ব্যানার্জি বলেন, নিরাপত্তা এবং সুরক্ষার জন্য ক্যারাটে শেখাটা অবশ্যই প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি, এই ধরনের খেলাকে অবশ্যই কদর দিতে হবে। সুস্বাস্থ্য এবং সাহসীকতার জন্য ক্যারাটেকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার প্রয়োজন। হনশি প্রেমজিৎ বলেন, এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে উদীয়মান ক্যারাটেদের তুলে আনা সম্ভব। তিনি আরও বলেন, ক্যারাটে শেখার জন্য নির্দিষ্ট সময়সীমা নেই।

Advertisement

Advertisement

Advertisement