দেশের বৃহত্তম রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম এবং উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টিকারী সংস্থা রাপিডো আজ ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে অংশীদারিত্বে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করলো, ভ্রমণকারীদের জন্য সাশ্রয়ী এবং সুবিধাজনক ক্যাব পরিষেবা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন সচিব ড. সৌমিত্র মোহন উপস্থিত ছিলেন। এর মাধ্যমে রাপিডো, কলকাতা বিমানবন্দরে চালু করেছে তাদের সর্বনিম্ন খরচের ক্যাব পরিষেবা এবং ২০২৫ সালের মার্চের মধ্যে আরও ১০টি বিমানবন্দরে এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা করছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে রাপিডো কলকাতা বিমানবন্দরে বিশেষ ক্যাব সার্ভিস জোন স্থাপন করবে, যেখানে ভ্রমণকারীরা রাপিডো প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই নিরাপদ, নির্ভরযোগ্য এবং কম খরচের রাইড পাবেন।
Advertisement
পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই পরিষেবার সূচনার মাধ্যমে আমরা শুধু সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা দিচ্ছি না, বরং স্থানীয় চালকদের জন্য মূল্যবান কর্মসংস্থানের সুযোগও তৈরি করছি। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ আমাদের পশ্চিমবঙ্গকে স্মার্ট মোবিলিটির ক্ষেত্রে অগ্রণী রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ, এবং আমরা বিশ্বাস করি এই পদক্ষেপ নতুন মানদণ্ড স্থাপন করবে।’
Advertisement
Advertisement



