• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নভেম্বরে চড়া থাকবে পেঁয়াজের দাম, ইঙ্গিত রিপোর্ট

আশঙ্কার কথা শোনার আইসিআইসিআই ব্যাঙ্কের একটি রিপোর্ট। ওই রিপোর্টে বলা হয়েছে, নভেম্বরে ঊর্ধ্বমুখীই থাকবে পেঁয়াজের দাম।

উৎসবের মরশুম পেরিয়ে গেলেও সবজির দাম কমার লক্ষণই নেই। এখনও আগুন দাম পেঁয়াজের। বাঁধাকপি, ফুলকপি সহ মরশুমি ফসলের দামও মধ্যবিত্তের নাগালের বাইরে। এরই মধ্যে আশঙ্কার কথা শোনাল আইসিআইসিআই ব্যাঙ্কের একটি রিপোর্ট। ওই রিপোর্টে বলা হয়েছে, নভেম্বরে ঊর্ধ্বমুখীই থাকবে পেঁয়াজের দাম। যদিও আশার কথা এটাই যে, চলতি বছর অক্টোবরের তুলনায় নভেম্বরে সবজির দাম ৪.১ শতাংশ কম।

রিপোর্টে বলা হয়েছে, নভেম্বরে সার্বিকভাবে সবজির দাম কিছুটা কমই থাকবে। শুধুমাত্র পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী থাকবে। রিপোর্টে উল্লেখ, নভেম্বরে দাম কিছুটা কমেছে। নভেম্বরে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী থাকলেও সবজির দাম কমেছে ৪.১ শতাংশ। তবে ২০২৩ এর সঙ্গে তুলনায় সবজির দাম ৪২ শতাংশ কমলেও বার্ষিক দাম হিসেব করলে ৫৭ মাসে সবজির দাম সর্বোচ্চ রয়েছে।

Advertisement

টমেটো, আলু এবং পেঁয়াজের অত্যাধিক মূল্য বৃদ্ধির কারণেই সবজির দাম সার্বিকভাবে বৃদ্ধি পেয়েছে। টমেটোর দাম ২০২৩ এর নভেম্বরের তুলনায় চলতি বছরের নভেম্বরে ১৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আলু ও পেঁয়াযে ইয়ার অন ইয়ার বৃদ্ধি যথাক্রমে ৬৫ শতাংশ ও ৫২ শতাংশ।

Advertisement

রিপোর্টে এই মূল্যবৃদ্ধির জন্য আগস্ট ও সেপ্টেম্বরে ভারী বৃষ্টিপাতকে দায়ী করা হয়েছে, যার ফলে সরবরাহ ব্যবস্থা ধাক্কা খেয়েছে। গত দু’মাসে মান্ডিতে সবজি সরবরাহ ২৮ শতাংশ কমেছে। এর ফলে টমেটোর মান্থ অন মান্থ প্রাইস ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া মূল মুদ্রাস্ফীতি, যার মধ্যে খাদ্য ও শক্তির দাম ধরা হয় না, তা সেপ্টেম্বরে ৩.৫ শতাংশ থেকে অক্টোবরে ৩.৭ শতাংশে উন্নীত হয়েছে।

Advertisement