• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

রাতেও আঘাতে সক্ষম, অগ্নি-২’এর সফল উৎক্ষেপণ ভারতের

২ হাজার কিলােমিটার পাল্লা সম্পন্ন অগ্নি-২ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করে ফেললাে ভারত।

প্রতীকী ছবি (Photo: DRDO /IANS)

শত্রু দেশগুলাের চিন্তা বাড়ালাে ভারত। ২ হাজার কিলােমিটার পাল্লা সম্পন্ন অগ্নি-২ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করে ফেললাে ভারত। শনিবার রাতে ওড়িশার আবুল কালাম দ্বীপ থেকে অগ্নি-২’এর সফল উৎক্ষেপণ করা হয়। ইতিমধ্যেই সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে অগ্নি-২’কে। তবে এই প্রথম রাতে পরীক্ষা করা হল এটির।

সেনাবাহিনীর তরফে জানানাে হয়েছে, যেহেতু এই আগ্নেয়াস্ত্রের ক্ষমতায় ২ হাজার কিলােমিটার পর্যন্ত, তাই এর আওতায় এসে যাবে চিন এবং পাকিস্তানও। শুধু তাই নয়, এক হাজার কিলােমিটার ওজন বহন করার পাশাপাশি পরমাণু অস্ত্রও বহন করতে সক্ষম অগ্নি-২।

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রক সুত্রে জানা গিয়েছে, মাটি থেকে মাটিতে নিশানা ধ্বংস করা এই মিসাইলের সফল পরীক্ষণ গত বছরই করা হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে এই মিসাইল পরীক্ষা এই প্রথমবার হল।

Advertisement

আরও জানা গিয়েছে, এই মিসাইলের ক্ষমতা ২ হাজার কিলােমিটার থেকে বাড়িয়ে ৩ হাজার কিলােমিটার করা সম্ভব। অগ্নি-২ মিসাইল পরমাণু অস্ত্রও বহন করে নিয়ে যেতে সম্ভব। এর আগে চলতি বছরে ফেব্রুয়ারি মাসে অগ্নি-১ মিসাইল পরীক্ষা করেছিল ভারত।

Advertisement