• facebook
  • twitter
Monday, 8 December, 2025

বনগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দুই বাইকআরোহীর

মর্মান্তিক দুর্ঘটনা উত্তর ২৪ পরগনার বনগাঁয়। শুক্রবার গভীর রাতে বনগাঁ থানার জয়পুর কালিবাড়ি মোড় এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট দুই যুবক।

প্রতীকী চিত্র।

বেপরোয়া গতির বলি দুই বাইক আরোহী। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। শুক্রবার গভীর রাতে বনগাঁ থানার জয়পুর কালীবাড়ি মোড় এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হন দুই যুবক। এলাকায় দুর্ঘটনার বাড়বাড়ন্ত নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা। প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। তাঁদের নাম – শুভজিৎ সরকার (২৫) এবং সন্দীপ ঘোষ (৩০)। আচমকায় রাস্তায় মাঝে একটি ভ্যান চলে আসে। সেটিকে পাশ কাটাতে গিয়ে বাঁদিকে সরে যাওয়ার চেষ্টা করে বাইকটি। পিছন দিক থেকে আসা ট্রাকটিকে খেয়াল করেননি তাঁরা।

Advertisement

দ্রুতগামী ট্রাকটি এসে সজোরে ধাক্কা মারে বাইকটিকে। বাইক থেকে ছিটকে পড়েন শুভজিৎ। তাঁর মাথার উপর দিয়ে ট্রাক চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। গুরুতর আহত অবস্থায় সন্দীপকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

এই ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, পেট্রাপোলগামী ট্রাকগুলি বেপরোয়া ভাবে যশোর রোড দিয়ে চলাচল করে। আর সেই কারণেই মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা। দিন দুয়েক আগেই মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা, ফের মৃত্যু। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে প্রশাসনকে। প্রয়োজনে পুলিশকেও নজরদারি বাড়াতে হবে। যে সমস্ত গাড়ি বেপরোয়া গতিতে ছুটছে, তাদের জরিমানা করারও দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement