অবশেষে প্রকাশ্যে এল অজয় দেবগণের ভাইপো আমন এবং রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানির ডেবিউ ছবি ‘আজাদ’-এর টিজার। এই ছবি দিয়েই অভিষেক কাপুরের অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমায় প্রত্যাবর্তন ঘটেছে। প্রবীণ অভিনেতা অজয়ের পাশাপাশি একটি বিশেষ ভূমিকায় অভিনয় করবেন ডায়ানা পেন্টি।
এই পিরিয়ড ছবির টিজার দেখে অনেকেই এর মিল পাবেন টারজন-দ্য ওয়ারন্ডার কার ছবির। তবে কোনও গাড়ি নয় ছবির কেন্দ্রে রয়েছে আজাদ নামের একটি ঘোড়া। এই ঘোড়ার আনুগত্য এবং ভালোবাসাকে ঘিরেই এগোয় ছবির গল্প। টিজারে দেখা যাচ্ছে অজয় একজন ওস্তাদ ঘোড়সওয়ার, যিনি ঘোড়ারটির সঙ্গে এক আশ্চর্য বন্ধনে আবদ্ধ। ইংরেজ সেনার হাত থেকে পালানোর সময় অজয়ের ঘোড়াটি নিখোঁজ হয়ে যায়। ঘোড়া খুঁজে আনার দায়িত্ব পড়ে আমনের উপর। প্রাক-স্বাধীনতার ব্যাকড্রপে অভিষেক তৈরি করেছেন এই ছবি।
Advertisement
Advertisement
Advertisement



