• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

অভিমন্যু ০ আর রাহুল ৪ রানে আউট, ভারতীয় দলে জায়গা পাওয়া কঠিন হয়ে গেল

অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে প্রথম দিনই ১৬১ রানে অল আউট হয়ে গিয়েছে ভারত এ। এক সময়ে তারা ১১ রানে ৪ উইকেট হারিয়েছিল। সেখান থেকে পরিস্থিতি সামলান দেবদত্ত পাড়িক্কল (২৬) এবং ধ্রুব জুরেল (৮০)। একা জুরেলই লড়াই করেন। আর কোনও ক্রিকেটার দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ভারতীয় দলের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে ভাবতে হবে।

অভিমন্যু ও রাহুল। ফাইল চিত্র

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে খেলতে পারবেন না, এমন ভাবনা থেকে ভারতীয় ‘এ’ দলের দুই ওপেনারকে পরখ করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। একজন হলেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ আর অন্যজন হলেন কে এল রাহুল। কিন্তু অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে খেলতে নেমে দু’জনেই ব্যর্থ হলেন। অভিমন্যু কোনও রানই করতে পারলেন না। আর কে এল রাহুল মাত্র ৪ রান করে আউট হয়ে যান। তাই নির্বাচকরা কীভাবে রোহিতের পরিবর্তে ওপেনার খুঁজে পাবে, তা নিয়ে সংশয়ে আছে। আসলে এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের কাছে হয়তো হোয়াইট ওয়াশ হওয়ার ভীতিটা ভারতকে কোনওভাবেই ছাড়তে পারছে না।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতা বার বার প্রকট হয়েছে। ঘূর্ণি হোক বা গতিময়— কোনও পিচেই ভারতীয় ক্রিকেটারেরা খেলতে পারেননি। সাধারণ মানের বোলারদের কাছেও পরাস্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার বাউন্সি এবং গতিশীল পিচে কী হতে চলেছে তা সহজেই অনুমেয়। প্রথম টেস্ট হবে পার্থে। সেখানকার পিচে খুবই বাউন্স থাকে। ভারতীয় দল যে এখনও তার জন্য তৈরি নয় তা বৃহস্পতিবারের খেলা দেখে বোঝা গিয়েছে।

Advertisement

ঘরোয়া ক্রিকেটে অভিমন্যু ঈশ্বরণ টানা চার শতরান করার পর থেকেই ব্যর্থ হলেন। এই নিয়ে অস্ট্রেলিয়ায় টানা তিনটি ইনিংসে খারাপ খেললেন। প্রথম বেসরকারি টেস্টে সাত এবং ১২ রান করেছিলেন। এ বার কোনও রানই করতে পারলেন না। রোহিতের বদলি হিসাবে তাঁর দলে আসার সম্ভাবনা অনেকটাই কমে গেল। জল্পনা চলছে, বিদেশের মাটিতে ভাল খেলার ইতিহাস থাকায় রাহুলকে ওপেনিংয়ে পাঠানো হবে কি না। নিউ জ়িল্যান্ড সিরিজ়ের পর তড়িঘড়ি তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়। ঈশ্বরণের সঙ্গে ওপেনও করেছিলেন। চার বলে চার রানের বেশি করতে পারেননি।

Advertisement

অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে প্রথম দিনই ১৬১ রানে অল আউট হয়ে গিয়েছে ভারত এ। এক সময়ে তারা ১১ রানে ৪ উইকেট হারিয়েছিল। সেখান থেকে পরিস্থিতি সামলান দেবদত্ত পাড়িক্কল (২৬) এবং ধ্রুব জুরেল (৮০)। একা জুরেলই লড়াই করেন। আর কোনও ক্রিকেটার দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ভারতীয় দলের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে ভাবতে হবে।

Advertisement