• facebook
  • twitter
Monday, 15 December, 2025

প্রধান বাজি দ্য বুলেট কাপ

রেসপ্রেমীদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে প্রথম দিন মাত্র দু’জন ভাগ্যবান জ্যাকপট পেয়েছিল। আজকেও আপসেট ঘোড়াদের জেতার সম্ভাবনা উজ্জ্বল।

প্রতীকী চিত্র

শিবনাথ দাস

বৃহস্পতিবার কলকাতার শীতকালীন ঘোড়দৌড়ে মাত্র ৬টি বাজি। প্রধান বাজি দ্য বুলেট কাপ। মাত্র ৬টি প্রতিযোগী অংশগ্রহণ করছে। লড়াই হবে ট্রাকিলা এবং ফ্যান্সি ন্যান্সির মধ্যে। রেসপ্রেমীদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে প্রথম দিন মাত্র দু’জন ভাগ্যবান জ্যাকপট পেয়েছিল। আজকেও আপসেট ঘোড়াদের জেতার সম্ভাবনা উজ্জ্বল। আগামী ১০ নভেম্বর অর্থাৎ রবিবার থেকে হায়দরাবাদ উইন্টার সিজনে চালু হচ্ছে।

Advertisement

মতামত
প্রথম বাজি— দুপুর ১টা ৪৫ মি., লাইন-আপ-অ্যান্ড কালেক্ট ১, বাঙ্কসি ২, কিকাতা ৩
দ্বিতীয় বাজি— ২.১৫ মি., সাইরোনিকা ১, বান্ডেল অফ চার্ম ২, জুকার্ডি ৩
তৃতীয় বাজি— ২.৪৫ মি., স্কাই ফোর্স ১, এক্সট্রাভ্যাগেন্ট স্টার ২, ভিনালিয়া ৩
চতুর্থ বাজি— ৩.১৫ মি., ফিনলে ১, ফরেস্ট ফ্রাগরেন্স ২, দুবাই প্রিন্সেস ৩
পঞ্চম বাজি— ৩.৪৫ মি., ট্রাকিলা ১, ফ্যান্সি ন্যান্সি ২, বাকলে ৩
ষষ্ঠ বাজি— ৪.১৫ মি., ডোনা সিয়েনা ১, এয়ারোপলি ২, অ্যাভোন ৩।
দিনের সেরা— সাইরেনিকা

Advertisement

Advertisement