• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বিধানসভা ভোটে ভরাডুবি, জম্মু-কাশ্মীরে সভাপতি বদল বিজেপির

বিধানসভা ভোটে ভরাডুবির পর জম্মু-কাশ্মীরের সভাপতি পদ থেকে রবীন্দ্র রায়নাকে সরিয়ে দিল গেরুয়া শিবির। রবিবার বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হয়।

বিধানসভা ভোটে ভরাডুবির পর জম্মু-কাশ্মীরের সভাপতি পদ থেকে রবীন্দ্র রায়নাকে সরিয়ে দিল গেরুয়া শিবির। রবিবার বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হয়। সৎ শর্মাকে জম্মু ও কাশ্মীর বিজেপির রাজ্য সভাপতি নিযুক্ত করা হয়েছে। আর প্রাক্তন রাজ্য সভাপতি রবীন্দ্র রায়নাকে বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।

বিধানসভা নির্বাচনের কয়েক দিন আগে, গত ৭ সেপ্টেম্বর বিজেপি সৎ শর্মাকে জম্মু ও কাশ্মীরের কার্যকরী সভাপতি করেছিল। পশ্চিম জম্মু প্রাক্তন বিধায়ক সৎকে এবার টিকিট দেয়নি দল। সংগঠনের কাজেই যুক্ত ছিলেন এই বর্ষীয়ান নেতা। ২০১৪ সালের বিধানসভা তিনি জম্মু পশ্চিম বিধানসভা আসন থেকে জিতেছিলেন। এবার ওই আসনে বিজেপি অরবিন্দ গুপ্তাকে টিকিট দেয়। অরবিন্দ গুপ্ত সহজেই এই আসনে জয়ী হয়েছেন।

Advertisement

কংগ্রেসের মনমোহন সিংকে ২২ হাজার ১২৭ ভোটে পরাজিত করেন। বিজেপি প্রার্থী অরবিন্দ গুপ্তা ৪১ হাজার ৯৬৩টি ভোট পেয়েছেন এবং মনমোহন সিং ১৯ হাজার ৮৩৬টি ভোট পেয়েছেন। পেশায় চাটার্ড অ্যাকাউন্টেন্ট সৎ এর আগে ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্বও সামলেছেন।

Advertisement

জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের সময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন রবীন্দ্র রায়না। তাঁর নেতৃত্বে দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু রায়না নিজের আসনটিও বাঁচাতে পারেননি। তিনি ৭ হাজার ৮১৯ ভোটের ব্যবধানে পরাজিত হন। এর পর থেকেই জল্পনা শুরু হয় রবীন্দ্র রায়নার ভবিষ্যত নিয়ে।

অনেকেই দাবি করতে থাকেন, জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে বিজেপি ভরাডুবির পর রবীন্দ্র রায়না দলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে এটি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়নি গেরুয়া শিবিরের তরফে। এরই মধ্যে রবিবার নতুন সভাপতি ঘোষণা করল বিজেপি।

Advertisement