• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

মেদিনীপুর শহরের বিভিন্ন বাজারে পায়ে হেঁটে প্রচার করলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা

বৃহস্পতিবার পায়ে হেঁটে মেদিনীপুর শহরে প্রচার করলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা।

বৃহস্পতিবার পায়ে হেঁটে মেদিনীপুর শহরের স্কুল বাজার , কোতয়ালী বাজার , সঙ্গত বাজার এলাকায় প্রচার করলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা। তাঁর সঙ্গে ছিলেন খড়্গপুর গ্রামীনের বিধায়ক দীনেন রায়, মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ আরো অনেকে। তিনি মেদিনীপুর শহরের বিভিন্ন বাজরে গিয়ে ব্যবসায়ীদের কাছে তাঁকে ভোট দিয়ে আশীর্বাদ করার আহ্বান জানান। সেইসঙ্গে তিনি ওই বাজার গুলিতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং আগামী দিনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও তিনি বাজারে আসা মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ স্থাপন করেন। এভাবেই বৃহস্পতিবার পায়ে হেঁটে দলের নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে মেদিনীপুর শহরের বিভিন্ন বাজারে নির্বাচনী প্রচার করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা। তিনি নির্বাচনী প্রচারের পাশাপাশি সবাইকে কালীপূজা ও শুভ দীপাবলি উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নকে সামনে রেখে তিনি প্রচার করছেন। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট । আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন, তাই জোর কদমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা প্রচার শুরু করে দিয়েছেন। বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ দলের নেতা কর্মীরা নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেও বিরোধী রাজনৈতিক দলগুলির প্রচার সেরকম চোখে পড়েনি। তাই জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা।

Advertisement

Advertisement