‘ধনতেরস’ বা ‘ধন্বন্তরি জয়ন্তী’-র পবিত্র তিথিতে উত্তর কোলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ‘কোলকাতা পৌরনিগম’-এর ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ‘ফাটাকেষ্টর কালীপুজো’ নামে পরিচিত ‘নব যুবক সংঘ’-র কালীপুজোর মাতৃমণ্ডপ ও মাতৃমূর্তি-র উন্মোচন হল আজ।
‘নব যুবক সংঘ’-র অন্যতম পথপ্রদর্শক তথা পৃষ্ঠপোষক প্রবন্ধ রায় ওরফে ফান্টা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এই বছর ৬৭ বর্ষে পদার্পণ করল ‘ফাটাকেষ্টর কালীপুজো’। ফাটাকেষ্টর মৃত্যুর পর থেকে এই পুজোর আয়োজন করছে ‘নব যুবক সংঘ’।
Advertisement
Advertisement
Advertisement



