উল্লেখ্য, গত কয়েকদিনে তিরুপতি শহরে কয়েকটি জায়গায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ১৫ দিনে ৩০০টিরও বেশি অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক ভারতীয় বিমানে বোমাতঙ্ক ছড়ানো হয়। প্রায় প্রত্যেকদিনই বিমানে হুমকিবার্তা পাঠানো হচ্ছে যার জেরে ব্যাহত হচ্ছে পরিষেবা, হয়রান হতে হচ্ছে যাত্রী এবং উড়ান সংস্থাগুলিকে। এই নিয়ে বৈঠকও হয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং বিভিন্ন উড়ান সংস্থাগুলির। অভিযুক্তদের খোঁজে তল্লাশি, এমনকি শাস্তি ঘোষণার পরও হুমকিবার্তা আসছে। বিমান, স্কুল-কলেজ এবং হোটেলের পর দেশের মন্দিরে হুমকিবার্তা পাঠানোর ঘটনায় উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



