রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন মহিলা। সোমবার সকাল হতেই বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হল সেই মহিলারই নিথর দেহ। সোমবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁশদ্রোণী থানা এলাকায়। মহিলা কি আত্মঘাতী হয়েছেন, নাকি তাঁকে খুন করে পুকুরে ফেলা হয়েছে? সেই প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ বাঁশদ্রোণী থানা এলাকার এক পুকুরে অপর্ণা রায় নামে এক মহিলার দেহ দেখতে পান স্থানীয়রা। তবে প্রথমে নিরঞ্জন দেওয়া ঠাকুরের প্রতিমান ভাবলেও দেহের কাছে যেতেই ভুল ভাঙে। তড়িঘড়ি খবর দেওয়া হয় মৃতার পরিবারের লোকজনদের। তারপর দেহ শনাক্ত হতেই পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।
Advertisement
পরিবার সূত্রে খবর , রবিবার সন্ধ্যায় বাড়ির সদস্যদের কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে যান ওই মহিলা। তারপর থেকে আর খোঁজ মেলেনি। সকালে পরিবারের তরফ থেকে পুলিশে নিখোঁজ ডায়েরি করার কথাও ছিল। কিন্তু তার আগেই স্থানীয় পুকুর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ। কীভাবে মৃত্যু হল মহিলার তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement
Advertisement



