কলকাতায় অমিত শাহ। একগুচ্ছ কর্মসূচি নিয়ে শনিবার রাতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। রাত ১০টা ২৫ মিনিটে দমদম এয়ারপোর্টে অবতরণ করে বিএসএফের বিমান। এয়ারপোর্টে গিয়ে শাহকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতায় এলেও আরজি করে নির্যাতিতার পরিবারের সঙ্গে শাহ সাক্ষাৎ করবেন কি না, তা নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। রবিবার দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিন সকালে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিতে নদিয়া জেলার কল্যাণীতে যাবেন তিনি। সেখান থেকে কলকাতায় ফিরে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন। সূত্রের খবর, বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে যোগ দেবেন শাহ।
Advertisement
কয়েক সপ্তাহ পরেই রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর মধ্যে উত্তরবঙ্গের দুটি কেন্দ্র রয়েছে। ২০২১ সালের নির্বাচনে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট কেন্দ্র দখল করে বিজেপি। এবারের উপনির্বাচনে সেই কেন্দ্র ধরে রাখাই টার্গেট গেরুয়া শিবিরের। এছাড়াও বাকি ৫ কেন্দ্রে কতটা ভালো ফল করা যায়, তা নিয়েও মাথা ঘামাচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা। বিজেপি সূত্রে খবর, উপনির্বাচন নিয়ে রাজ্য বিজেপির নেতৃত্ব সঙ্গে কথা বলবেন তিনি।
Advertisement
এরপর মধ্যাহ্নভোজ ছেড়ে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। বিকেলের বিমানের দিল্লি পৌঁছবেন তিনি। এই ঠাসা কর্মসূচির মাঝে আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে শাহ সাক্ষাৎ করবেন কি না, তা চূড়ান্ত নয়।
সম্প্রতি অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়ে মেল করেছিলেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। এরপর রাজ্য বিজেপির তরফে বিষয়টি নিয়ে শাহর সঙ্গে কথা বলা হয়। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও নির্যাতিতার বাবা-মার সঙ্গে দেখা করার বিষয়ে আগ্রহ দেখান। ফলে আজ দিনভর নজর থাকবে, শাহ তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন কি না।
Advertisement



