• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

একাধিক দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

কৃষিক্ষেত্র নিয়েও এদিন আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। কৃষিকাজে ব্যয় করার জন্য রাজ্য কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ককে ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা।

নবান্ন। ফাইল চিত্র

দুর্যোগের আবহেই নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নতুন ও শূন্যপদ মিলিয়ে ১০০টি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করা হয়েছিল। স্বাস্থ্য দপ্তরের ১৮টি নতুন পদ ও ১৬টি শূন্যপদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও স্বরাষ্ট্র দপ্তরে কর্মবন্ধ প্রকল্পে ৫৭ জনকে নেওয়া হবে বলে জানা গিয়েছে। জলসম্পদ দপ্তরে সাত জন, পরিবেশ দপ্তরে ১ জন ও অর্থ দপ্তরে ১ জনের নিয়োগের অনুমতি পাওয়া গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ১০০টি নতুন ও শূন্যপদে নিয়োগের অনুমতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

Advertisement

কৃষিক্ষেত্র নিয়েও এদিন আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। কৃষিকাজে ব্যয় করার জন্য রাজ্য কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ককে ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা। নাবার্ড ও রাজ্য সমবায় ব্যাঙ্ক থেকে এই ঋণ নিতে পারবে তারা। এর গ্যারান্টার থাকবে রাজ্য সরকার। এছাড়াও বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে দুর্গাপুরে ডিপিএল–এ ৬৬০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্র তৈরিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জমি লিজে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। নিউটাউনের ফিনান্সিয়াল হাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে প্রায় সাড়ে ৩ একর জমি দেওয়া হবে।

Advertisement

Advertisement