একটা সময় বাংলায় বিজ্ঞাপনের গান, যাকে আমরা জিঙ্গল বলি, তার সঙ্গে শ্রাবন্তী মজুমদারের নাম ছিল অঙ্গাঙ্গীভাবে জড়িত। জিঙ্গল দিয়ে তাঁর পথ চলা শুরু হলেও পরবর্তীতে বাংলা গানের শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁর গলা একদম স্বতন্ত্র। বুধবার ক্যাফে উইশডম ট্রি-তে এহেন সংগীত শিল্পীর তিনটে নতুন আধুনিক বাংলা গান মুক্তি পেল। প্রায় দশ বছর পর শ্রাবন্তী মজুমদারের গলায় নতুন আধুনিক বাংলা গান তাঁরই অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে শুনতে পারবেন শ্রোতারা। গান তিনটি হল ‘কি সুন্দর এই পৃথিবী’, ‘তারপর ছুটি পাব’, ‘দাদু নাতি আর একটি মাছের গল্প’।
উল্লেখ্য, শ্রাবন্তী মজুমদার বহু বছর ধরে বিদেশে রয়েছেন। সঙ্গীত ব্যবস্থাপনার বিশেষ দায়িত্বে ছিলেন সৌম্য দাশগুপ্ত। তাঁর সঙ্গে যৌথভাবে কাজ করে গানগুলি প্রস্তুত করা হয়েছে। গত বছরেই গানগুলির রেকর্ডিং করা হয়েছিল। অফ লাইন রিলিজ করার জন্য কলকাতায় ছুটে আসা জানালেন শ্রাবন্তী মজুমদার। শুধু গান গাওয়াই নয়, এখনও যে তিনি স্টাইল আইকন, তাঁকে দেখলেই বোঝা যায়। মাথায় ব্যান্ডানা কমলকারি প্রিন্টের শাড়ি পরে হাজির হয়েছিলেন অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবজ্যোতি মিশ্র, সৌম্য দাশগুপ্ত, সোমিত্র বসু সহ অন্যান্যরা।
Advertisement
Advertisement
Advertisement



