সি কে নাইডু ক্রিকেটে বাংলা দুরন্ত জয় পেল রাজস্থানের বিরুদ্ধে। বুধবার জয়পুরে ২৩ বছর বয়সী বাংলা দল প্রাধান্য বিস্তার করে রাজস্থানের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে। এই জয়ের ফলে বাংলার ঘরে এসেছে ১৩ পয়েন্ট। অপরপক্ষে রাজস্থান ৪ পয়েন্ট পেয়েছে দুই ম্যাচ শেষে।
ইতিমধ্যে বাংলা ১৭ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। বাংলার হয়ে অধিনায়ক প্রয়াস রায়বর্মন ১৫৩ ও রাহুল প্রসাদ ১০১ রান করেন। হর্ষদেব গৌতম ৩১ রান দিয়ে ৫টি উইকেট পেয়েছেন ও রবি কুমার ৫৭ রানের বিনিময়ে ৪টি উইকেট পান।
Advertisement
রাজস্থান প্রথম ইনিংসে ২৭৬ রান করেছিল। তার জবাবে বাংলা ৩৫২ রান করে। চতুর্থ দিনে রাজস্থান দ্বিতীয় ইনিংসে ১১০ রান করে সবাই আউট হয়ে যান। বাংলাকে জেতার জন্য মাত্র ৩৮ রানের প্রয়োজন ছিল। কোনও উইকেট না হারিয়ে খুব সহজেই ওই রান তুলে নিয়ে ১০ উইকেটে জয়ের মুখ দেখে বাংলা।
Advertisement
Advertisement



