ভারতীয়দের দুর্দশা

দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতীয়দের এক সমাবেশে ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় যাতায়াতকারী জাহাজের পণ্য পরিবহণের ভাড়া হ্রাসের দাবি জানানাে হয়।

Written by SNS New Delhi | June 13, 2019 6:27 pm

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতীয়দের এক সমাবেশে ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় যাতায়াতকারী জাহাজের পণ্য পরিবহণের ভাড়া হ্রাসের দাবি জানানাে হয়।

অনুষ্ঠানে সভাপতির ভাষণে আর বি চেট্টি দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী দরিদ্র ভারতবাসীরা তাদের প্রয়ােজনীয় দ্রব্যাদি পরিবহণ করতে পারছে না, ভাড়ার হার তাদের সাধ্যের বাইরে হওয়ায়।

এই কারণে ভারতে নিযুক্ত ভাইসরয় ও গভর্নর জেনারেল যদি পরিবহণ ভাড়া হ্রাসের জন্য সংশ্লিষ্ট জাহাজ কোম্পানিগুলির ওপর প্রভাব বিস্তার করেন তবে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়রা তাদের প্রয়ােজনীয় দ্রব্যাদি পরিবহণ করতে পারে।

আর বি চের্টি জানান, দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়রা তাদের প্রয়ােজনীয় দ্রব্যাদি না পেয়ে খুবই দুর্দশার মধ্যে পড়েছেন। ১৯১৬ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহের এই সমাবেশে সেখানে বসবাসকারী প্রায় সকল ভারতীয়ই যােগ দেয়। ভারতীয়দের দুর্দশা নিরসনে ইউনিয়ন এবং ইমপেরিয়াল সরকারের কাছেও প্রস্তাব পাঠানাের বিষয়টি সর্বসম্মতভাবে গৃহীত হয়। উভয় সরকার যাতে সংশ্লিষ্ট বিষয়ে হস্তক্ষেপ করেন সেই আশা রাখেন উপস্থিত ভারতীয়রা।

গৃহীত সর্বসম্মত পরিবহণ ভাড়া হ্রাসের প্রস্তাব অনুযায়ী ভাইসরয়, বিধান পরিষদের সদস্য জনপ্রতিনিধ এবং সংবাদমাধ্যমকে সংশ্লিষ্ট জাহাজ কোম্পানিগুলির ওপর চাপ সৃষ্টি করে কার্যকর করার আবেদন জানানাে হয়েছে।