সম্মানিত বালাসােরের কালেক্টর

ওড়িশার বালাসােরের কালেক্টর আর জি কিলবির নাম সম্মানপ্রাপকদের তালিকাভুক্ত হওয়ায় প্রশাসনিক মহলে সন্তোস প্রকাশ করা হয়েছে।

Written by SNS Kolkata | June 8, 2019 5:02 pm

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

ওড়িশার বালাসােরের কালেক্টর আর জি কিলবির নাম সম্মানপ্রাপকদের তালিকাভুক্ত হওয়ায় প্রশাসনিক মহলে সন্তোস প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, নীলগিরি জেলায় সীমান্ত প্রদেশে বাঘাযতীনের নেতৃত্বে পাঁচ বাঙলি স্বদেশি আত্মগােপন করে কিন্তু ব্রিটিশ সরকারের নিযুক্ত গােয়েন্দা বিভাগের কর্মীরা বাঘাযতীনের বালাসাের গমনের খবর পেয়ে স্থানীয় খবর সংগ্রাহকদের সঠিক অবস্থান জানার জন্য নিযুক্ত করা হয়।

স্থানীয় গ্রামবাসীরা বিপ্লবীদের সঠিক অবস্থানের খবর বালাসােরের কালেক্টর আর জি কিলবির কাছে পৌঁছে দেয়। বিপ্লবীরা সংখ্যায় কতজন রয়েছেন এবং তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র আছে কিনা এবং কতগুলি আছে সে খবর তারা সঠিকভাবে দিতে না পারলেও বিপ্লবীরা সকলেই যে সশস্ত্র সে কথা জানাতে কসুর করেনি।

বিপ্লবীরা যে একটি মাটির ঢিবির পিছনে আত্মগােপন করে রয়েছে সে খবরও জানানাে হয়। সদ্য ধানচাষ হওয়া মাঠের একদিকে এই মাটির ঢিবিটি অবস্থিত। ভােরবেলায় খবর পেয়েই বালাসােরের কালেকুর কিলবি ঘটনাস্থলের দিকে রওনা দেন।