চুক্তি ভঙ্গের অভিযােগে ইসরাের বাণিজ্যিক শাখাকে ক্ষতিপূরণের নির্দেশ মার্কিন আদালতের

চন্দ্রযান-২ (Photo: IANS/ISRO)

উপগ্রহ চুক্তি ভঙ্গের অভিযােগে ইসরাে-র বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিক্স কর্পোরেশনকে ১২০ কোটি আমেরিকান ডলার ক্ষতিপূরণ দিতে বলল সে দেশের আদালত। বেঙ্গালুরুর সংস্থা দেভাস মাল্টিমিডিয়ার সঙ্গে ২০০৫- এ চুক্তি হয়েছিল অ্যান্ট্রিক্স এর। দুটি কৃত্রিম উপগ্রহ বানানাে, উৎক্ষেপণ, পরিচালনা করা এবং এস ব্যান্ড স্পেকট্রামের জন্য ৭০ মেগাহার্ৎজ- এর বরাত দেওয়া হয়েছিল দেভাসকে।

অভিযােগ, ২০১১ তে সেই চুক্তি বাতিল করে দেয় অ্যান্ট্রিক্স। এর পরই অ্যান্টিক্স- এর বিরুদ্ধে আইনের রাস্তায় হাঁটে দেভাস। কয়েক বছর ধরে মামলাটি চলার পর সুপ্রিম কোর্টে মামলাটি উঠলে তারা ট্রাইব্যুনালকে নিস্পত্তির নির্দেশ দেয়।

এরই দেভাস আমেরিকার ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করে। গত ২৭ অক্টোবর মামলার শুনানি হয়। আদালত অ্যান্টিক্স- কে আসল ( ৫৬ কোটি ২৫ লক্ষ আমেরিকান ডলার ) এবং সুদ মিলিয়ে ১২০ কোটি আমেরিকান ডলার ক্ষতিপূরণ দিতে বলে। দেভাস- এর দাবি, তিনটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিষয়টি খতিয়ে দেখার পর জানিয়েছে, অ্যাট্রিক্স- এর চুক্তি বাতিলের বিষয়টি বেঠিক।