ভারত সফরে আসছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। ডোনাল্ড ট্রাম্পে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার এই প্রথম কোনও মার্কিন প্রশাসনের শীর্ষ প্রতিনিধি ভারতে আসছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন তুলসী। ডেমোক্র্যাট দলের প্রাক্তন সদস্য তুলসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু হিসাবেই পরিচিত। আমেরিকা সফরে গিয়ে তুলসীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান মোদী। পাশাপাশি দু’জনের বৈঠকে ভারত-আমেরিকার সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেওয়া হয়েছে।
সেই সাক্ষাতের পর বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন গোয়েন্দা বিভাগের অধিকর্তা তুলসী গ্যাবার্ডের মধ্যে সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা ক্ষেত্রে গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির উপরও আলোচনা হয়েছে। ভারতীয় সময় মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে তুলসী লিখেছেন, খুব শিগগির জাপান, থাইল্যান্ড, হনলুলু এবং ভারত সফরে আসছি। প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যপূরণই হবে তাঁর এই সফরের উদ্দেশ্য।
Advertisement
সরকারি সূত্রের খবর, তুলসীর সফরে ভারতের গোয়েন্দা কর্তারা বাংলাদেশ ও পাকিস্তানের জঙ্গি তৎপরতার বিষয়ে মার্কিন গোয়েন্দা প্রধানকে অবহিত করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর এই বিষয়ে আলোচবা হয়েছে। পাকিস্তান নিয়ে ভারতের চিন্তা ছিল। এর পাশাপাশি নতুন বিপদ বাংলাদেশ। আপাতত সেখানেও জঙ্গিদের আনাগোনা বেড়েছে বলে খবর। একাধিক দাগি জঙ্গি জামিনে মুক্তি পেয়েছেন। বাংলাদেশের পাকিস্তান প্রীতিও চিন্তার কারণ ভারতের কাছে। সব কিছু নিয়ে তুলসীর সঙ্গে কথা বলবে ভারত।
Advertisement
Advertisement



