• facebook
  • twitter
Monday, 15 December, 2025

দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট বেশ কয়েকজন, গ্রেপ্তার এক

জার্মানির ম্যাগডেবার্গে বড় দুর্ঘটনা। অভিযোগ, একটি দ্রুতগামী গাড়ি ক্রিসমাস মার্কেটে ঢুকে অনেক লোককে পিষে দেয়। এই দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে।

প্রতীকী চিত্র।

জার্মানির ম্যাগডেবার্গে বড় দুর্ঘটনা। অভিযোগ, একটি দ্রুতগামী গাড়ি ক্রিসমাস মার্কেটে ঢুকে অনেক লোককে পিষে দেয়। এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। জার্মান পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা ব্যক্তি সৌদি আরবের বাসিন্দা এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়।

আঞ্চলিক প্রধান রেইনার হ্যাসেলফ বলেন, ঘাতক গাড়িটির আরোহী সৌদি আরবের বাসিন্দা এবং তার বয়স ৫০ বছর। তিনি পেশায় একজন ডাক্তার। জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টে থাকেন। রেইনার হ্যাসেলফ বলেন, আমরা অপরাধীকে গ্রেপ্তারর করেছি, সে সৌদি আরবের বাসিন্দা। অপরাধী একজন চিকিৎসক, যিনি ২০০৬ সাল থেকে জার্মানিতে বসবাস করছেন।

Advertisement

স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর (১৮.০০ জিএমটি) বাজারে যখন লোকজনের ভিড়, তখন একটি কালো বিএমডব্লিউ দ্রুত গতিতে ভিড়ের মধ্যে প্রবেশ করে। হ্যাসেলফ বলেন, সৌদি ব্যক্তি মিউনিখের লাইসেন্স প্লেট-সহ একটি ভাড়া করা গাড়ি বড়দিনের বাজারে নিয়ে এসেছিলেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, গাড়িটি ক্রিসমাস মার্কেটের মধ্য দিয়ে কমপক্ষে ৪০০ মিটার ভ্রমণ করেছিল। শহরের কেন্দ্রীয় টাউন হল স্কোয়ারে দ্রুতগামী গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন আহত হয়েছে। দ্রুতগামী গাড়িটি বাজারে ঢুকলেই বিশৃঙ্খলা দেখা দেয়। সব মিলিয়ে আহত হয়েছেন ৮০ জনের বেশি।

এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন চ্যান্সেলর। অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের চিকিৎসা চলছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ সোশাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। এই কঠিন সময়ে ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত উদ্ধারকর্মীদের ধন্যবাদ।

Advertisement