আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেওয়ার পরেই কানাডা এবং মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারি থেকেই তা কার্যকরও করা হচ্ছে বলে মার্কিন প্রশাসন সূত্রে খবর। এ বার ট্রাম্পের নিশানায় চিন।
শুক্রবার রাতে ট্রাম্পের ঘোষণা, সমস্ত চিনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। প্রসঙ্গত, গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরেই কানাডা ও মেক্সিকোর পণ্যে বাড়তি শুল্ক বসানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। সেই সঙ্গে বেজিংকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘চিনে তৈরি বহু অবৈধ ওষুধ মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় ঢুকলেও বেজিং কোনও পদক্ষেপ করেনি। চিন যত দিন না এই বিষয়ে ব্যবস্থা নেবে, তত দিন পর্যন্ত চিনা পণ্যে শুল্ক চাপানো হবে।’’
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, চিনা পণ্যে আরোপিত শুল্কের হার আপাতত ১০ শতাংশ হলে পরে তা ৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এই শুল্ক বসানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘এই পদক্ষেপের উদ্দেশ্য হল, বিপুলসংখ্যক নথিপত্রহীন অভিবাসীর অনুপ্রবেশের বিষয়টি নিয়ন্ত্রণ করা। সীমান্ত দিয়ে ফেন্টানাইল (মাদক) চোরাচালান বন্ধ করা। সেই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্যঘাটতি কমানো।’’