• facebook
  • twitter
Monday, 8 December, 2025

সন্ত্রাসের বিরুদ্ধে প্রচারে মস্কোতে কানিমোঝির নেতৃত্বে তৃতীয় সর্বদলীয় প্রতিনিধিদল

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরেছে। রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার ভারতের এই প্রতিনিধিদলটিকে স্বাগত জানিয়েছেন।

শুক্রবার মস্কোর ভারতীয় দূতাবাস জানিয়েছে, ডিএমকে সাংসদ কানিমোঝির নেতৃত্বে তৃতীয় উচ্চ পর্যায়ের ও সর্বদলীয় প্রতিনিধিদল মস্কোতে পৌঁছেছে। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরেছে। রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার ভারতের এই প্রতিনিধিদলটিকে স্বাগত জানিয়েছেন।

অপারেশন সিন্দুর নিয়ে বিশ্বব্যাপী প্রচার কর্মসূচির অংশ হিসাবে ভারত সরকার কর্তৃক পাঠানো এই তৃতীয় প্রতিনিধিদল, পাকিস্তান ও তার বিভিন্ন অঞ্চল থেকে উদ্ভূত সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে প্রচার করে।

Advertisement

মস্কোর ডোমোডেডোভো ডি বিমানবন্দরে  পৌঁছনোর পর, সংসদ সদস্য কানিমোঝি করুণানিধি, রাজীব রাই, ক্যাপ্টেন ব্রিজেশ চৌতা, প্রেম চাঁদ গুপ্ত, অশোক কুমার মিত্তল, রাষ্ট্রদূত মনজীব সিং পুরী, রাশিয়ান ফেডারেশনে ভারতের রাষ্ট্রদূত স্বাগত জানান। শুক্রবার মস্কোতে ভারতীয় দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে।

Advertisement

যদিও প্রথমে সেখানে ইউক্রেনের ড্রোন হামলার জেরে মস্কো বিমানবন্দর বন্ধ থাকার কারণে বিভ্রাট সৃষ্টি হয়। রীতিমতো বিপাকে পড়ে আকাশে চক্কর কাটে ভারতীয় প্রতিনিধিদলের বিমান। কয়েক ঘণ্টা আকাশে চরকিপাক খেতে থাকে ভারতীয় প্রতিনিধিদলের বিমান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পহেলগাম হত্যাকাণ্ড এবং পাক জঙ্গিদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় দল পাকিস্তান বিরোধী প্রচারে দূত পাঠিয়েছে মস্কো প্রশাসনের কাছে।

কিন্তু বিমান অবতরণের মুহূর্তে ইউক্রেনের ড্রোন হামলার কবলে পড়ে মস্কো বিমানবন্দর। ফলে অস্থায়ীভাবে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ঘটনাচক্রে তখন ভারতীয় প্রতিনিধিদলের বিমানটি অবতরণের মুহূর্তে। কিন্তু বিমান ওঠানামা বন্ধ হয়ে যেতেই বিমানটি বেশ কয়েক ঘন্টা ধরে আকাশে চক্কর কাটতে থাকে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

Advertisement