আঞ্চলিক নিরাপত্তা নষ্ট করছে রোহিঙ্গা সমস্যা

Written by SNS February 7, 2018 7:25 am

আঞ্চলিক নিরাপত্তা নষ্ট করছে রোহিঙ্গা সমস্যা

জাকার্তা- মায়ানমারে রোহিঙ্গা মুসলিম সমস্যা সেদেশের স্থিতাবস্থা নষ্ট করেছে বলে জানালেন রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার প্রধান।

জৈইদি রাদ অল-হুসেন জানিয়েছেন, সেদেশের রাষ্ট্র শক্তির অত্যাচারে প্রায় দশ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে গিয়ে আশ্রয় নিয়েছেন। রোহিঙ্গারা পালটা প্রতিবাদে যেভাবে হামলা চালিয়েছে তাতে স্পষ্ট সেদেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে যে কোন মূহুর্তে।

তাঁর আশঙ্কা যদি রোহিঙ্গা সমস্যা সীমান্তে যুদ্ধ লাগায় তাও আবার ধর্মীয় ভেদাভেদের কারণে তাহলে সমস্যা গভীর হতে পারে। জৈইদির সার্ভে রিপোর্টে ইন্দোনেশিয়ার মানবাধিকার লঙ্ঘনের করুন চিত্র রিপোর্টে তুলে ধরা হয়েছে।