যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনের ইজরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন মার্কিন সেনার

Written by SNS February 26, 2024 6:36 pm

ওয়াশিংটন, ২৬ ফেব্রুয়ারি– গাজায় চলমান যুদ্ধের ছায়া এবার ওয়াশিংটনে৷ গাজা যুদ্ধের প্রতিবাদে এবার ওয়াশিংটনে স্থিত ইজরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দিলেন আমেরিকারই এক সেনা৷ জলন্ত অবস্থাতেই তিনি চিৎকার করে বলতে শুরু করেন, ‘আমি আর গাজায় ঘটে চলা গণহত্যার সঙ্গে জডি়ত থাকতে চাই না৷’ চিৎকার করতে করতেই মাটিতে লুটিয়ে পডে়ন তিনি৷ তডি়ঘডি় স্থানীয়রা তাঁকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷

সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, রবিবার দুপুরে ওয়াশিংটনের ইজরায়েলি দূতাবাসের সামনে আচমকাই আমেরিকার বিমানবাহিনীর এক সদস্য এই ঘটনাটি ঘটান৷ তিনি গাজার যুদ্ধেও অংশ নিয়েছেন বলে খবর৷ ওই আগুন লাগানোর ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে৷

ইজরায়েলি দূতাবাসের সামনে পাহারায় থাকা তিন জন নিরাপত্তারক্ষী তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক যন্ত্র এনে আগুন নেভানোর কাজ শুরু করেন৷ তার পর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়৷

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছিল হামাস গোষ্ঠী৷ সে সময় শতাধিক ইজরায়েলি নাগরিককে পণবন্দি হিসাবে গাজায় নিয়ে গিয়েছিল তারা৷ পরে কাতারের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে তাঁদের অনেককে মুক্তি দিলেও এখনও বন্দি শতাধিক৷ দু’পক্ষেরই হাজার হাজার মানুষের মৃতু্য হয়েছে৷ তাঁদের মধ্যে যেমন আছেন, সেনাবাহিনীর সদস্য, তেমনই আছেন সাধারণ নাগরিক৷