পাকিস্তানে একটি খাল প্রকল্প বন্ধের দাবিতেই বিক্ষোভ। ঘটনাচক্রে পাক প্রেসিডেন্ট কন্যা আসিফা ভুট্টো জনগণের হাতে আক্রান্ত হয়েছেন। শুক্রবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিন্ধ প্রদেশে। প্রেসিডেন্ট কন্যার সঙ্গে এই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, চোলিস্তান খাল প্রকল্পের কাজ চালাচ্ছিল শরিফ প্রশাসন। স্থানটি সিন্ধ প্রদেশে মরু এলাকার মধ্যে অবস্থিত। অথচ সংশ্লিষ্ট প্রকল্পটি নিয়ে প্রবল আপত্তি ছিল তাঁরই সরকারের অন্যতম বড় জোট শরিক পাকিস্তান পিপল্স পার্টির (পিপিপি)। তাঁদের বিরোধিতার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে সিন্ধ প্রদেশের বিস্তীর্ণ এলাকা। চাপের মুখে খাল প্রকল্প স্থগিত রাখা হলেও এখনও বিক্ষোভ থামেনি।
Advertisement
জামশোরোর এসএসপি জাফর সিদ্দিকী বলেন, ‘গত কাল (শুক্রবার) আসিফা ভুট্টো কনভয়-সহ নবাবশাহে যাচ্ছিলেন। সে সময় জামশোরো টোল প্লাজ়ার কাছে তাঁর কনভয় থামায় এক দল উত্তেজিত জনতা। তবে ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মিনিটখানেকের মধ্যেই ফের গন্তব্যে রওনা দেয় প্রেসিডেন্ট-কন্যার কনভয়।’
Advertisement
প্রসঙ্গত পাকিস্তান পিপল্স পার্টি (পিপিপি)-র নেত্রী আসিফা সে দেশের প্রেসিডেন্ট জারদারি ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কন্যা। প্রেসিডেন্টের স্ত্রী বেনজির ভুট্টোর প্রয়াণের পর পাকিস্তানের বর্তমান ‘ফার্স্ট লেডি’ হয়েছেন কন্যা আসিফাই। তিনি শুক্রবার করাচি থেকে সিন্ধের নবাবশাহে যাচ্ছিলেন। ঘটনাক্রমে ওই সময় সিন্ধু খাল প্রকল্প বন্ধের দাবিতে বিক্ষোভ চলছিল। তাঁর কনভয় মাঝরাস্তায় জামশোরো টোল প্লাজার কাছে আসতেই তা থামিয়ে দেন বিক্ষোভকারীরা। অভিযোগ, দেশের প্রেসিডেন্টের কন্যার কনভয়ে হামলার চেষ্টা হয়েছিল। কেউ কেউ লাঠি নিয়ে কনভয়ের উপর চড়াও হন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার জেরে ওই জাতীয় সড়কে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এরপর তাঁর সঙ্গে থাকা নিরাপত্তাবাহিনী সঙ্গে সঙ্গে পদক্ষেপ শুরু করে। উত্তেজিত জনতাকে সরিয়ে আসিফার গাড়িটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
Advertisement



