• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদই, প্রধান বিচারপতি মাহমুদ হোসেন

বাসুদেব ধর, ঢাকা, ২ ফেব্রুয়ারি- আগেই জানা গিয়েছিল, বর্তমান রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদকেই আওয়ামি লিগ ফের রাষ্ট্রপতি করবে। বুধবার প্রত্যাশিতভাবেই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামি লিগ সংসদীয় বোর্ডের সভায় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে মনোনয়ন দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনে তিনিই একক প্রার্থী হিসেবে বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন। গত রাতে

বাংলাদেশের রাষ্ট্রপতি পদে আবদুল হামিদ পুনর্নির্বাচিত

বাসুদেব ধর, ঢাকা, ২ ফেব্রুয়ারি- আগেই জানা গিয়েছিল, বর্তমান রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদকেই আওয়ামি লিগ ফের রাষ্ট্রপতি করবে।

বুধবার প্রত্যাশিতভাবেই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামি লিগ সংসদীয় বোর্ডের সভায় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে মনোনয়ন দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনে তিনিই একক প্রার্থী হিসেবে বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন।

গত রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এই খবরটিই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন।

আজ সবচেয়ে বড় খবর হল প্রধান বিচারপতি নিয়োগ। আজ ঘোষণা করা হয়ছে, আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতি পদে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি দুপুরে এই নিয়োগে সই করেছেন।

আজ সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। গত বছর ১০ নভেম্বর প্রাক্তন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বহু নাটকীয় ঘটনার পর পদত্যাগ করেন। এরপর থেকে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন।

এ সপ্তাহের আরও একটি খবর হল পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারি দায়িত্ব গ্রহণ করেছেন। কয়েকদিন আগেই তাঁর নাম ঘোষণা করা হয়। ৩১ জানুয়ারি বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হকের মেয়াদ শেষ হয়।