• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইমরানের মৃত্যুর জল্পনা উড়িয়ে দিল পাকিস্তান

ইমরান ‘সুস্থ’ আছেন, মৃত্যুর অভিযোগ ‘ভিত্তিহীন’ জানাল আদিয়ালা জেল প্রশাসন

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান খুন হয়েছেন বলে বুধবার জল্পনা ছড়ায়। আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এই নিয়ে শোরগোল পড়ে যায়। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর নেতা-কর্মীরা দাবি করেন জেলেই মৃত্যু হয়েছে ইমরানের। একটি সংবাদ মাধ্যমের তরফেও একই দাবি করা হয়। এবার সেই জল্পনায় ইতি টানল পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ।

আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ‘সুস্থ’ আছেন এবং জেলের ভিতরেই আছেন। বিবৃতিতে ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত জল্পনাকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। গত কয়েক দিন ধরেই পাকিস্তানজুড়ে জল্পনা ছড়ায়, গোপনে আদিয়ালা জেল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইমরানকে। জেল কর্তৃপক্ষ সেই জল্পনাও খারিজ করে দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, ‘আদিয়ালা জেল থেকে ইমরানকে সরিয়ে নিয়ে যাওয়ার খবর ঠিক নয়।‘ একই সঙ্গে বলা হয়েছে, ‘তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা পাচ্ছেন।‘

Advertisement

অন্য দিকে, ইমরান জেলে ভালো আছেন বলে জানিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তিনি জানান, ‘ওঁর জন্য জেলে কী সব খাবার আসছে দেখুন। এই সব খাবার পাঁচতারা হোটেলেও পাওয়া যায় না।‘  জেলে ইমরান টিভিতে নিজের পছন্দের চ্যানেল দেখতে পারেন বলেও জানিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী।

Advertisement

গত কয়েক সপ্তাহ ধরে পরিবার-পরিজনরা ইমরানের সঙ্গে দেখা করতে পারছেন না বলে অভিযোগ ওঠে। গত ১৯ নভেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তাঁর তিন বোন— আলিমা, উজমা এবং নুরা খান। ইমরানের দিদি নোরান খানের অভিযোগ, অমানবিক ভাবে রাখা হয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধানকে। প্রতিবাদে ধরনায় বসলে তাঁদের শারীরিক হেনস্থা করারও অভিযোগ ওঠে। পিটিআই নেতারাও ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হন। তার পরেই ইমরানকে নিয়ে জল্পনা ছড়াতে শুরু করে। পরে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। আলোচনায় সন্তুষ্ট হয়ে ধরনা অবস্থান তুলে নেন ইমরানের বোনরা।

তাঁর মৃত্যু নিয়ে জল্পনা সামনে আসার পরে বুধবার আদিয়ালা জেলের সামনে বিক্ষোভ দেখান পিটিআই-সমর্থকরা। জানা গিয়েছে, ইমরান খানের বোন আলমা খানকে জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা শীঘ্রই প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের লোকজনের দেখা করার ব্যবস্থা করবেন। সূত্রের খবর, বৃহস্পতিবার এবং পরের মঙ্গলবারই বোনেদের ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে। এর পরেই জেলের বাইরের থেকে বিক্ষোভ তুলে নেওয়া হয়।

ইমরান খান ২০২৩ সাল থেকে আদিয়ালা জেলে বন্দি। চলতি বছরের গোড়ায় আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন। সেই মামলায় তাঁকে ১৪ বছর সাজা দিয়েছে আদালত। ইমরানের স্ত্রী বুশরা বিবিরও সাজা হয়েছে। পাকিস্তানের জেল আইন অনুযায়ী সপ্তাহে এক বার পরিবারের সদস্যেরা ইমরানের সঙ্গে দেখা করতে পারবেন। সেই আইন মানা হচ্ছে না বলে অভিযোগ ওঠে। গত সেপ্টেম্বরে ইমরান খান সমাজমাধ্যমে অভিযোগ করেছিলেন, তাঁর এবং বুশরার উপর জেলের অন্দরে সেনাপ্রধান মুনিরের নির্দেশে মানসিক অত্যাচার চালানো হচ্ছে! তারপরেই সাক্ষাৎ নিয়ে আদিয়ালা জেলে কড়াকড়ি শুরু হয়।

 

Advertisement