বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে মামলা জোরালো করতে আদাজল খেয়ে নেমে পড়েছে বর্তমান ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার। জোগাড় করা হয়েছে রাজসাক্ষী। জানা গিয়েছে, হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে সে দেশের আদালতে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার ওই মামলায় হাসিনা-সহ তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তিন বিচারপতির বেঞ্চ এ দিন আনুষ্ঠানিকভাবে এই নির্দেশ দিয়েছে। এমনটাই জানিয়েছে, বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা ‘বাসস’। আদালতের নির্দেশের ফলে এই প্রথম বারের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হল।
Advertisement
প্রসঙ্গত, গত বছর জুলাইয়ের আন্দোলনে গুলি চালানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধে হাসিনা ছাড়াও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অন্য দুই অভিযুক্তের তালিকায় রয়েছেন। হাসিনা ও আসাদুজ্জামান উভয়কেই বাংলাদেশে ‘পলাতক’ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে অপর অভিযুক্ত মামুনকে। পুলিশের প্রাক্তন এই আইজিপি আদালতে দোষ স্বীকার করেছেন বলে দাবি করেছে বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি সংবাদ সংস্থা। অভিযুক্ত মামুন অপরাধের বিষয়ে তথ্য দিয়ে ট্রাইবুনালকে সাহায্য করারও আশ্বাস দিয়েছেন। তিনি এই মামলায় রাজসাক্ষী হয়েছেন বলে জানিয়েছেন মুখ্য সরকারি আইনজীবী তাজুল ইসলাম।
Advertisement
উল্লেখ্য, বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে এই মামলাটি ছাড়াও আরও দু’টি মামলা চলছে। আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালের একটি মামলায় গুম-খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে। ঢাকার মতিঝিলে হেফাজতে ইসলাম নামে একটি সংগঠনের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
Advertisement



