• facebook
  • twitter
Monday, 16 June, 2025

অক্ষতই রয়েছে পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার! দাবি আইএইএ-র

কোনও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি

ফাইল চিত্র

অক্ষত রয়েছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার। এমনটাই দাবি করল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। একটি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বিশ্বের পারমাণবিক কার্যকলাপের ওপরে নজরদারি চালানো এই সংস্থা মঙ্গলবার জানিয়েছে, পাকিস্তানের কোনও পারমাণবিক অস্ত্রভাণ্ডার থেকে তেজস্ক্রিয় বিকিরণের কোনও খবর তাদের কাছে নেই।

প্রসঙ্গত পহেলগাম হত্যাকাণ্ডের পর ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাত হিসেবে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায়। প্রথমে জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালালেও পাকিস্তানের সেনাবাহিনী পাল্টা প্রত্যাঘাত করতেই বিষয়টি যুদ্ধের পর্যায়ে পৌঁছয়। তার জবাব দিতে গিয়ে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একের পর এক সেনাঘাঁটি বিধ্বস্ত করে দেয়। এরপরই আন্তর্জাতিক মহলে জল্পনা ছড়ায়, ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাটল দেখা গিয়েছে সেখানে। যদিও সম্প্রতি উপগ্রহ চিত্র থেকে জানা গিয়েছে, এই দাবি সত্য নয়। সম্পূর্ণ অক্ষত রয়েছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার। এই স্বস্তির খবর শুনিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)।

ভারত-পাক যুদ্ধের আবহে খবর ছড়িয়েছিল যে, পাকিস্তানের কিরানা পাহাড়ে যেখানে পরমাণু অস্ত্র লুকানো রয়েছে, ঠিক সেখানেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের বায়ুসেনা বিভাগ। যদিও ভারতের বায়ুসেনা বিভাগ সেই খবরের সত্যতা স্বীকার করেনি। এরপরই ওই সংবাদ সংস্থা পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার সত্যিই কোনও ঝুঁকির সম্মুখীন হয়েছে কিনা, তা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-র কাছে জানতে চায়। সেই প্রশ্নের উত্তরে আন্তর্জাতিক ওই সংস্থাটির মুখপাত্র বলেন, ‘আমাদের কাছে যা খবর আছে, সেই অনুযায়ী বলা যায়, পাকিস্তানের কোনও পরমাণু ভাণ্ডার থেকে তেজস্ক্রিয় বিকিরণ হয়নি।’

উল্লেখ্য, ভারত ও পাকিস্তান– দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতেই আতঙ্কিত হয়ে পড়েন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। দুই দেশকে যুদ্ধে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শ দেন। আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধ বিরতি ঘোষণা করে ভারত ও পাকিস্তান। কিন্তু ভারত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের হুমকি সহ্য করা হবে না।