পাকিস্তানে মুম্বই হামলার মাস্টারমাইন্ড লস্কর কর্মান্ডার আজমের মৃতু্য

Written by SNS March 2, 2024 5:02 pm

ইসলমাবাদ, ৩ মার্চ– মুম্বই হামলার মাস্টারমাইন্ড আজম চিমার মৃতু্য হল পাকিস্তানে৷  নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (এলটিই) সদস্য ছিলেন তিনি৷ গোয়েন্দাদের নজর এডি়য়ে গা ঢাকা দিয়েছিলেন পাকিস্তানে৷ পাকিস্তানের ফয়সলাবাদেই মৃতু্য হয়েছে আজমের৷ তাঁর বয়স হয়েছিল ৭০৷ সুত্র অনুসারে হূদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃতু্য হয়েছে৷ জানা গিয়েছে ইতিমধ্যেই ফইসলাবাদের মালখানওয়ালায় গোপনে নাকি তাঁর শেষকৃত্যও সম্পন্ন করা হয়েছে৷

সূত্রের খবর, করাচি, লাহোর সহ পাকিস্তানের বিভিন্ন জায়গার জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন আজম৷ সেখানে তিনি নিয়মিত প্রশিক্ষও দিতেন৷ পৃথিবীর বিভিন্ন দেশের মানচিত্র সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা ছিল৷ তাই বিভিন্ন হামলার ঘটনায় ছক কষতে তিনি প্রধান ভূমিকা নিতেন৷

উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বই হামলার ছক কষেছিলেন আজম৷ শুধু তাই নয়, ২০০৬ সালে মুম্বইয়ের ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনার অন্যতম মূলচক্রীও ছিলেন তিনি৷ এই বোমা বিস্ফোরণে ১৮৮ জনের মৃতু্য হয়েছিল৷ ৮০০-রও বেশি মানুষ আহত হয়েছিলেন৷ জানা যায়, ২০০৮ সালে হামলায় যুক্ত জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিলেন চিমা৷ ২০০৮ সালে আমেরিকাতে জঙ্গি হামলার মূল চক্রীও ছিলেন আজম৷ সেই হামলার ঘটনায় আজমের নাম জড়াতেই তাঁর খোঁজ শুরু করে আমেরিকা৷ তাঁকে ‘ওয়ান্টেড’ বলে ঘোষণা করে মার্কিন সরকার৷ যদিও এই ১৬ বছরেও তাঁর নাগাল পাওয়া যায়নি৷