সবার আগে সুইডেনের এই ভাইরাস আক্রান্তের খোঁজ মেলে। এরপর এবার পাকিস্তানে । জানা গিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশ থেকে অতি সংক্রামক এক রোগে আক্রান্তের খোঁজ মিলেছে।
চলতি সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সকে গ্লোবাল হেলথ এমার্জেন্সি ঘোষণা করে। এই নিয়ে বিগত দুই বছরে দ্বিতীয়বার এমপক্স-কে এমার্জেন্সি হিসাবে ঘোষণা করা হল। জানা গিয়েছে, কঙ্গো থেকে এবার এমপক্সের সংক্রমণ ছড়িয়েছে, যা দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।
Advertisement
পাকিস্তানের সংবাদমাধ্যম এআরআই নিউজের তথ্য অনুযায়ী, পাক স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৩৪ বছরের এক যুবক গত ৩ অগস্ট সৌদি আরব থেকে ফেরেন। পেশওয়ারে কয়েকদিন থাকার পরই তাঁর উপসর্গ দেখা দেয়, খাইবার মেডিক্যাল ইউনিভার্সিটিতে পরীক্ষা করালে, তার রিপোর্ট পজেটিভ আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও আক্রান্তের সংস্পর্শে আসার ফলেই ওই যুবক আক্রান্ত হয়েছে। আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা বিমানের সমস্ত যাত্রীদের পরীক্ষা করা হবে।
Advertisement
এর আগে ২০২৩ সালেও পাকিস্তানের করাচি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনজন মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছিল। ১১ জন আক্রান্তের খোঁজ মিলেছিল গত বছর।
Advertisement



