• facebook
  • twitter
Monday, 8 December, 2025

ক্যালিফর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, আত্মঘাতী সন্ত্রাসের ইঙ্গিত

মানুষ শিক্ষা ও প্রযুক্তিতে ক্রমশ উন্নতি করলেও সন্ত্রাসবাদ বন্ধ হচ্ছে না। ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে হিংসা ও আধুনিক প্রযুক্তির অপব্যবহার বেড়েই চলেছে। আর এই হিংসার পিছনে যে কোনও না কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী যুক্ত রয়েছে, তদন্তে তা বারবার উঠে আসছে।

ক্যালিফর্নিয়ার একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে ভয়াবহ বিস্ফোরণ। শনিবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ পাম স্প্রিংসের কেন্দ্রস্থলে থাকা ওই স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের দাপটে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এফবিআই এই ঘটনাটিকে সন্ত্রাসবাদী কার্যকলাপ বলে জানালেও কী কারণে বা কী থেকে এই বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি।

আচমকা এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই ক্যালিফোর্নিয়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। যদিও ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের কর্মীরা সবাই অক্ষত রয়েছেন। এমনকি ক্লিনিকেরও তেমন ক্ষতি হয়নি। হামলার পরই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সতর্কতা অবলম্বন করা হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক কাটাতে পুলিশের তরফে সকলকে আশ্বস্ত করা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত মানুষ শিক্ষা ও প্রযুক্তিতে ক্রমশ উন্নতি করলেও সন্ত্রাসবাদ বন্ধ হচ্ছে না। ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে হিংসা ও আধুনিক প্রযুক্তির অপব্যবহার বেড়েই চলেছে। আর এই হিংসার পিছনে যে কোনও না কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী যুক্ত রয়েছে, তদন্তে তা বারবার উঠে আসছে। তদন্তে জানা গিয়েছে, ঘটনাস্থলে শুধুমাত্র একটি গাড়ির অবশিষ্ট অংশ পড়ে ছিল। এছাড়া একটি একে ৪৭ রাইফেলও উদ্ধার করা হয়েছে।

Advertisement

সূত্রের খবর, সামগ্রিক বিষয় খতিয়ে দেখে এফবিআই মনে করছে, এই ঘটনায় সন্ত্রাসবাদী যোগ রয়েছে। লস অ্যাঞ্জেলসের এফবিআইয়ের এক কর্তা আকিল ডেভিসের কথায়, ‘বিস্ফোরণে যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তদন্তের স্বার্থে তাঁর পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না।’’ ডেভিসের কথায়, ‘‘এটি সম্ভবত দক্ষিণ ক্যালিফর্নিয়ার সবচেয়ে বড় বিস্ফোরণ।’’

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই বিস্ফোরণকাণ্ডের সঙ্গে ওই ব্যক্তির যোগ থাকতে পারে। হতে পারে যে গাড়ি থেকে বিস্ফোরণ হয়, সেই গাড়িতেই ছিলেন তিনি। অর্থাৎ, গোয়েন্দারা আত্মঘাতী হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। যদিও এখনও পর্যন্ত হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়। এই সন্ত্রাসবাদী কাণ্ডে নেপথ্যে কোন সংগঠন যুক্ত, তারা আন্তর্জাতিক নাকি অভ্যন্তরীণ— তা স্পষ্ট করেননি গোয়েন্দারা।

Advertisement