জাপান হারাল বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির শিরোপা

Written by SNS February 15, 2024 3:59 pm

গার্হস্থ্য সঞ্চয়ের নেতিবাচক হারেই মন্দা কাটানো চ্যালেঞ্জিং
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির তকমা হারাল জাপান৷ অর্থাৎ এখন আর জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ রইল না৷ গত বছরের শেষ প্রান্তিকে হঠাৎই মন্দার কবলে পড়ে জাপান৷ ফলে এখন আর তারা নয়, সেই জায়গা তারা জার্মানির কাছে হারিয়েছে৷ ফলে জাপানের কেন্দ্রীয় ব্যাংক কবে থেকে অতি শিথিল মুদ্রানীতির ধারা থেকে বেরিয়ে আসবে, তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে৷
রয়টার্স জানিয়েছে, অনেক বিশ্লেষক আরও খারাপ খবর শুনিয়েছেন৷ তাঁরা বলছেন, চিনের চাহিদা কমে যাওয়া এবং জাপানের অভ্যন্তরীণ ভোগ ব্যয় কমে যাওয়া ও টয়োটা মোটর করপোরেশনে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে চলতি প্রান্তিকেও জাপানের অর্থনৈতিক সংকোচন হতে পারে৷ এসব দেখে মনে হচ্ছে, জাপানের অর্থনৈতিক পুনরুদ্ধার চ্যালেঞ্জিং হবে৷
বিশ্লেষকেরা বলছেন, মন্দা কাটিয়ে উঠলেও জাপানের প্রবৃদ্ধির পালে তেমন একটা হাওয়া লাগবে না৷ কারণ হিসেবে তাঁরা বলছেন, জাপানের গার্হস্থ্য সঞ্চয়ের হার নেতিবাচক৷

দাই-চাই লাইফ রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য নির্বাহী অর্থনীতিবিদ ইওসিকি সিনকে রয়টার্সকে বলেন, যে বিষয়টি বিশেষ করে উল্লেখযোগ্য তা হলো, ভোগ ব্যয় ও পুঁজি বিনিয়োগ কমে যাওয়া৷ এই দুটি অভ্যন্তরীণ চাহিদার মূল ভিত্তি৷ এ কারণে এ দুটির সূচকের নিম্নগামী হওয়া ভালো লক্ষণ নয়৷

ইওসিকি সিনকে আরও বলেন, সাময়িকভাবে অর্থনীতিতে গতির অভাব দেখা যাবে; প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকা শক্তিগুলো শক্তি হারাবে৷ গত বছরের শেষ, অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে জাপানের মোট দেশজ উৎপাদন শূন্য দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়েছে৷ এক প্রকাশিত সরকারি পরিসংখ্যানে অর্থনীতির এ চিত্র দেখা গেছে৷ এর আগের প্রান্তিকে, অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অর্থনীতি ৩ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়, যদিও পূর্বাভাস ছিল যে প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৪ শতাংশ৷

অনেক বিশ্লেষক এখনো আশা করেন, জাপান চলতি বছর বড় ধরনের অর্থনৈতিক প্রণোদনা দেওয়া থেকে বেরিয়ে আসবে৷ কিন্ত্ত এ সপ্তাহের দুর্বল পরিসংখ্যান দেখে সন্দেহ সৃষ্টি হতে পারে যে ক্রমবর্ধমান মজুরির কারণে মানুষের ভোগ ব্যয় বৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতির হারও দীর্ঘ মেয়াদে ২ শতাংশের ঘরে থাকবে৷মুডিস অ্যানালিটিকসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ স্টিফেন অ্যাংগ্রিক রয়টার্সকে বলেছেন, পরপর দুই মেয়াদে অর্থনৈতিক সংকোচন হওয়া এবং টানা তিন প্রান্তিকে অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়া ভালো খবর নয়৷ এমনকি পরিসংখ্যান সংশোধনের পর চূড়ান্ত সংখ্যায় পরিবর্তন এলেও বিষয়টি ভালো নয়৷উন্নত অর্থনীতিগুলোর মধ্যে জাপানি মুদ্রা ইয়েন অনেক দুর্বল৷ এই দুর্বলতার প্রধান কারণ ছিল জাপানের কেন্দ্রীয় ব্যাংকের শিথিল মুদ্রানীতি৷

ব্যাংক অব জাপান একমাত্র কেন্দ্রীয় ব্যাংক, যারা এখনো স্বল্পমেয়াদি সুদহার নেতিবাচক রেখেছে৷ প্রবৃদ্ধির পালে হাওয়া দিতেই তারা এ ধরনের পদক্ষেপ নেয়৷ এদিকে আমেরিকা ও ইউরোপে মূল্যস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় ফেডারেল রিজার্ভ এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের মাঝামাঝি সময়ে সুদহার হ্রাস শুরু করবে বলে আশা করা হচ্ছে৷ জাপানের কেন্দ্রীয় ব্যাংকও কঠোর হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে৷ এপ্রিল মাসের মধ্যে তারা নেতিবাচক সুদহারের ধারা থেকে বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে, যদিও তারা নিজে থেকে দিনক্ষণ জানায়নি৷