পশ্চিম এশিয়ায় সংঘর্ষবিরতির স্বস্তি বেশিক্ষণের জন্য স্থায়ী হল না। উল্টে সংঘর্ষবিরতি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সংঘর্ষবিরতির প্রক্রিয়া শুরু হয়েছে বলে ইরান ও ইজরায়েলের একাধিক সংবাদমাধ্যম দাবি করলেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছু জানায়নি ইরান কিংবা ইজরায়েল। ইজরায়েলের দাবি, ইরান সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হানায় বেশ কয়েকজন প্রাণও হারিয়েছেন। গুরুতর আহত বেশ কয়েকজন। সংঘর্ষবিরতি ঘোষণার পরও ইরানের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় ইজরায়েল। প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ্ জানিয়েছেন, ইরানের হামলার কড়া জবাব দিতে তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। তবে ইরান আবার সংঘর্ষবিরতি লঙ্ঘনের কথা অস্বীকার করেছে। প্রসঙ্গত, সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের দাবি খারিজ করার পরেই ইজরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এমনটাই জানিয়েছে ইজরায়েলের সামরিক বাহিনী।
সোমবার গভীর রাতে ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প পোস্টে লেখেন, ‘এই সংঘর্ষবিরতির সিদ্ধান্তে ইরান ও ইজরায়েল দুই দেশই সহমত হয়েছে। আগামী ৬ ঘণ্টার মধ্যেই সংঘর্ষবিরতি শুরু হবে। প্রথমে ইরান সংঘর্ষবিরতি শুরু করবে এবং তার ১২ ঘন্টা পরে ইজরায়েল তা অনুসরণ করবে। ২৪ ঘন্টা পর উভয় দেশের মধ্যে ১২ দিনের সংঘাত শেষ বলে ঘোষণা করা হবে। এক পক্ষের সংঘর্ষবিরতি চলাকালীন অপর পক্ষকেও শান্তি বজায় রাখতে হবে।’
কিন্তু তাঁর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সংঘর্ষবিরতি সংক্রান্ত ট্রাম্পের দাবি নস্যাৎ করে দেয় ইরান। তেহরান জানিয়ে দেয়, যুদ্ধবিরতি সংক্রান্ত কোনও সমঝোতা হয়নি। তবে ইজরায়েল যদি নতুন করে হামলা না চালায় তবে তারাও আর সংঘাতে যাবে না। এরপরেই ফের পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সমাজমাধ্যমে আরও একটি পোস্ট করেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের দাবি, ইজরায়েল এবং ইরান প্রায় একইসঙ্গে তাঁর কাছে এসেছিল। দুই দেশই তাঁর কাছে গিয়ে ‘শান্তি’র কথা বলেছিল।
ওই পোস্টে ইরান এবং ইজরায়েল প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, দুই দেশই অনেক কিছু পেয়েছে। তবে ধর্ম এবং সত্যের পথ থেকে সরে গেলে তারা অনেক কিছু হারাতেও পারে। ট্রাম্পের এই পোস্টের দুই ঘণ্টা আগেই যুদ্ধবিরতি সংক্রান্ত ট্রাম্পের দাবি উড়িয়ে দেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সমাজ মাধ্যমে লেখেন, যুদ্ধবিরতি নিয়ে কোনও সমঝোতাই হয়নি। এ বিষয়ে ইরানের সামরিক বাহিনী পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত, ইরানও এদিন জানায় ইজরায়েলের হামলায় তাদের দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। উত্তর ইরানের গিলান প্রদেশের ডেপুটি গভর্নর সে দেশের সংবাদসংস্থাকে জানিয়েছেন, মঙ্গলবার সকালে গিলান প্রদেশের বহুতল আবাসন লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি সেনা। এর ফলে মৃত্যু হয়েছে ৯ জনের। ইজরায়েলের হামলায় ইরানে আরও এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। ওই বিজ্ঞানীর নাম সেদিঘি সাবের। এর আগে ইজরায়েলি হানায় ইরানে ৯ জন পরমাণু বিজ্ঞানী মারা গিয়েছেন বলে জানা গিয়েছিল।
মঙ্গলবার ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে সমাজমাধ্যমে তিনটি পোস্ট করেন। তৃতীয় পোস্টে তিনি লেখেন, ‘সংঘর্ষবিরতি এখন থেকে কার্যকর হচ্ছে। দয়া করে লঙ্ঘন করবেন না।’ বলাই বাহুল্য, এবার এই দুই দেশের সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের হতাশা গোপন থাকেনি। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, ইরান এবং ইজরায়েল উভয় দেশই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। দুই দেশের আচরণেই তিনি অসন্তুষ্ট। বিশেষ করে ইজরায়েলের আচরণে তিনি হতাশ। পরে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে ইজরায়েলকে ট্রাম্প বার্তা দেন, ‘বোমাগুলি ছুঁড়ো না। তুমি যদি এটা করো, তবে (যুদ্ধবিরতির শর্তে) বড় লঙ্ঘন হবে। এখনই তোমার পাইলটদের (ইরান থেকে) ফিরিয়ে নাও।’ তারপরেই যুদ্ধবিরতিতে সম্মতি জানায় ইজরায়েল। ইজরায়েলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ইজরায়েল তাঁর প্রস্তাব মেনে পারস্পরিক সংঘর্ষবিরতিতে সম্মত হচ্ছে।’ সেই সময় ইরানের তরফে যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়া বা না দেওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি।



