পশ্চিম এশিয়ায় টানটান উত্তেজনার আবহে চাঞ্চল্যকর দাবি করল তেহরান। ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আহত হয়েছিলেন বলে জানিয়েছে সে দেশের সেনাবাহিনী নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ‘ফার্স’। ওই হামলা সংঘটিত হয়েছিল গত ১৬ জুন, যদিও প্রেসিডেন্টের আঘাত গুরুতর নয় বলেই দাবি করা হয়েছে প্রতিবেদনে।
ইরানি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ জুন তেহরানের পশ্চিম প্রান্তে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক উচ্চ পর্যায়ের বৈঠক চলাকালীন ওই ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েলি বাহিনী। বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ এবং বিচার বিভাগের প্রধান ঘোলাম হোসেইন মোহসেনি ইজেই সহ ইরানের একাধিক শীর্ষস্থানীয় আধিকারিক।
Advertisement
হামলার জেরে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ভবনে বিশৃঙ্খলা তৈরি হয়। সূত্রের দাবি, প্রেসিডেন্টের পায়ে সামান্য চোট লাগে। তবে খুব দ্রুত তাঁকে নিরাপদে বাইরে বের করে আনা হয়। হামলায় আরও কয়েক জন আধিকারিক সামান্য জখম হন। ফার্স-এর দাবি অনুযায়ী, ভবনের প্রবেশ ও প্রস্থানের পথকে লক্ষ্য করে মোট ছ’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এই হামলার ধরন ২০২৪ সালের সেপ্টেম্বরে লেবাননের বেইরুটে চালানো সেই অভিযানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যাতে হিজবুল্লা প্রধান সৈয়দ হাসান নাসরাল্লা নিহত হন।
Advertisement
তবে এই ঘটনার বিষয়ে ইজরায়েলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে তীব্র আলোড়ন শুরু হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই হামলার দাবি সত্য হলে, তা ইরান-ইজরায়েল উত্তেজনাকে নতুন মাত্রায় পৌঁছে দিতে পারে। বর্তমানে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন তেহরানের এক সরকারি মুখপাত্র। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে ইরানের তরফে জানানো হয়েছে।
Advertisement



