• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইরান এবার পাশে পেল ইয়েমেনকে

হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টার মধ্যে ইজরায়েলের জাফ্ফা শহর লক্ষ্য করে পর পর অনেক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তাঁরা।

ইজরায়েলের হামলায় তেহরানে বিস্ফোরণ।

ইরানের উপর হামলার এবং ইরানের পাল্টা হামলার তিনদিন পর ইরান এবার তার বন্ধু দেশ ইয়েমেনকে পাশে পেল। ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু হয়েছে ইজরায়েলে। তবে ইজরায়েলও তেল আভিভ থেকে পাল্টা আক্রমণ শুরু করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের উপর। ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল হুথিদের সামরিক বাহিনীর শীর্ষ কর্তা মুহাম্মদ আল-ঘামারি। তবে ইজরায়েলের হামলায় তাঁদের কোনও ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তবে ইরানের সঙ্গে ইয়েমেন যোগ দেওয়ায় এবার পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ল।

রবিবার হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টার মধ্যে ইজরায়েলের জাফ্ফা শহর লক্ষ্য করে পর পর অনেক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তাঁরা। ইজরায়েলের সেনাবাহিনীকে ‘ক্রিমিনাল’ বলে দাবি করে তাঁরা জানিয়েছে, ‘এটা নির্যাতিত প্যালেস্তাইনি ও ইরানিদের জয়। অপরাধী ইজরায়েলি  সেনার বিরুদ্ধে ইরানের সমর্থনে আমাদের এই অভিযান।’

Advertisement

ইতিমধ্যে ইজরায়েল থেকেও পাল্টা হামলা চালানো হয়েছে ইয়েমেনে। একটি ইজরায়েলি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, হামলার সময় হুথিদের শীর্ষ সেনাকর্তা ভামারি বৈঠক করছিলেন। তাঁর সদর দপ্তরেই ফেলা হয়েছে ক্ষেপণাস্ত্র। তবে কী হয়েছে, তা স্পষ্ট নয়।

Advertisement

যেদিন ইজরায়েল ইরানে হামলা চালিয়েছিল, সেইদিনই ইজরায়েলের ওয়েস্টব্যাঙ্কে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। ইজরায়েলের দাবি ছিল, ইয়েমেন থেকে হুথিরাই ওই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। কিন্তু সে সময় সেই দাবি অস্বীকার করেছিল হুথিরা। তবে এবার ইজরায়েলের বিরুদ্ধে তাঁরাও হামলা শুরু করল।

Advertisement