• facebook
  • twitter
Monday, 11 August, 2025

মোসাদের গুপ্তচর অভিযোগে ইরানে ফাঁসি ৩ ব্যক্তিকে

ইরান-ইজরায়েল যুদ্ধ তুঙ্গে ওঠে ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর। সেই হামলার প্রত্যাঘাত হিসাবে কাতারে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইরানের সেনাবাহিনীর মধ্যেই লুকিয়ে ছিল মোসাদের গুপ্তচর। যুদ্ধবিরতির ২৪ ঘন্টার মধ্যেই ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ব্যক্তিকে ফাঁসি দিল ইরান। মধ্যপ্রাচ্যের একটি সংবাদ মাধ্যম থেকে এই খবর মিলেছে। ইরান-ইজরায়েল সংঘাতের টানা ১২ দিন সংঘাতের পর সংঘর্ষবিরতি ঘোষণা করেন ট্রাম্প। এরই মধ্যে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল আয়াতুল্লা আলি খামেনেইয়ের দেশ। ফাঁসির সাজাপ্রাপ্ত এই ৩ ব্যক্তির বিরুদ্ধে মোসাদের গুপ্তচর ছাড়াও পাচার ও এক অজ্ঞাত ব্যক্তির খুনের অভিযোগও রয়েছে।

গত ১৩ জুন হামলার পর ইজরায়েলের তরফ থেকে জানানো হয়, মোসাদের নিখুঁত পরিকল্পনার জন্যই এই হামলা সফল হয়েছে। তারপর সামনে আসে যে ইরানের সেনাবাহিনীর মধ্যেও লুকিয়ে রয়েছে এই মোসাদের গুপ্তচর। তারপর থেকেই দেশজুড়ে তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন ২৮ জনকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশ। এছাড়া ইরানের মদত দেওয়ার অভিযোগে আরও ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনুমান করা হয়েছে গ্রেপ্তার হওয়া সকলেই হল মোসাদের গুপ্তচর।

ইরান-ইজরায়েল যুদ্ধ তুঙ্গে ওঠে ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর। সেই হামলার প্রত্যাঘাত হিসাবে কাতারে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান। এই সংঘাতকে কেন্দ্র করে পশ্চিম দুনিয়া তপ্ত হয়ে ওঠে।