• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইরান কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম শুদ্ধকরণ শুরু করতে পারে

মত রাষ্ট্রপুঞ্জের পরমাণু সংস্থার

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাষ্ট্রপুঞ্জের নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ জানাল, আমেরিকা ও ইজরায়েলের হামলা মারাত্মক হলেও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়নি ইরানের পারমাণবিক কেন্দ্র। এ ব্যাপারে আইএইএ-র প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ‘আমেরিকা এবং ইজরায়েলের হামলায় একাধিক পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও সম্ভবত কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়ামের শুদ্ধিকরণ শুরু করতে পারবে ইরান।’

শনিবার একটি সংবাদমাধ্যমকে ইরানের পরমাণু ঘাঁটি প্রসঙ্গে গ্রোসি বলেন, ‘সত্যি বলতে কি, কেউ-ই দাবি করতে পারে না যে, সব কিছু সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে এবং সেখানে আর কিছুই নেই।’

Advertisement

গ্রোসি আরও বলছেন, এখনও কিছু পারমাণবিক ঘাঁটি টিকে আছে।’ তাঁর মন্তব্য, ‘(ইরান) কয়েক মাসের মধ্যে বা তারও কম সময়ে কয়েকটি সেন্ট্রিফিউজ চালু করতে পারে। এমনকি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতেও সক্ষম হতে পারে। ইরান এখনও শিল্প ও প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ। তাই তারা যদি চায়, এখনও ওই সমস্ত কাজ চালিয়ে যেতে পারে।’

Advertisement

উল্লেখ্য, গত ১৩ জুন ইরানের পারমাণবিক এবং সামরিকঘাঁটিতে হামলা চালায় ইজরায়েল। তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতেই ওই আক্রমণ বলে দাবি করে তেল আবিব। যদিও ইরান প্রথম থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে এসেছে। তারা পরমাণু বোমা বানানোর উদ্দেশে ইউরেনিয়ামের শুদ্ধিকরণ করছে, আইএইএ-র এই দাবি প্রসঙ্গে ইরান জানায়, বিদ্যুৎ উৎপাদনের জন্যই ৬০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করা হচ্ছে। কিন্তু গ্রোসি তেহরানের ‘সাফাই’ খারিজ করে দেন। এমতাবস্থায় আমেরিকাও তেহরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক ঘাঁটিতে হামলা চালায়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাদের হামলার পরে ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশকের জন্য পিছিয়ে গিয়েছে। যার প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘পারমাণবিকঘাঁটিতে ক্ষয়ক্ষতির মাত্রা গুরুতর।’

Advertisement