বিরোধী বেঞ্চে নয়, পাকিস্তানের মসনদে ইমরানের প্রার্থীই!

Written by SNS February 17, 2024 3:07 pm
ইসলামাবাদ, ১৭ ফেব্রুয়ারি– মসনদে কে বসবে এখন এটাই পাকিস্তানের সবচেয়ে আলোচিত বিষয়৷ নির্বাচনের দিন থেকেই যে ভাবে উত্তেজনা ছড়ায় তাতে আগামী প্রধানমন্ত্রীকে নিয়ে গোটা পাকিস্তানের জনগণই ধোঁয়াশার মধ্যে৷ প্রধানমন্ত্রীর পদ নিয়ে নির্বাচনের ফল প্রকাশ করতেই সময় লেগেছিল চারদিন৷ নির্বাচনের ফল প্রকাশেরও প্রায় এক সপ্তাহ হয়ে গেল, এখনও অবধি সরকার গঠন হল না পাকিস্তানে৷ এরমধ্যেই একাধিক নাম উঠে এসেছে প্রধানমন্ত্রী হিসেবে৷ যার মধ্যে রয়েছে প্রথমে নওয়াজ শরিফ, পরে শাহবাজ শরিফের নাম শোনা যায়৷ মাঝ ইমরানকে নিয়েও চর্চা শুরু হয়৷ তবে বর্তমানে রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে বিলাওয়াল ভুট্টো তথা ইমরান খানের নতুন সমীকরণ৷
সূত্রের খবর, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-য়ের শীর্ষ কর্তারা সম্প্রতিই ইমরান খানের সঙ্গে আদিয়ালা জেলে গিয়ে দেখা করেছেন৷ সেখানেই ইমরান খানের সঙ্গে চুক্তি হয়েছে৷ তারপরই ওমর আয়ুব খানকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে৷ আন্তর্জাতিক স্তর থেকেও চাপ আসায়, পিটিআই-কে বিরোধী বেঞ্চে বসাতে চাইছে না পাক সেনা৷ যেহেতু পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরাই অধিকাংশ আসনে জয়ী হয়েছে, তাই তারা বিক্ষোভ-প্রতিবাদে নামছে৷ এই প্রতিবাদ সামাল দেওয়া কঠিন হয়ে উঠছে৷ সেই কারণেই নওয়াজ শরিফের হাত ছেডে় ইমরানের হাত ধরতে আগ্রহী বিলাওয়াল ভুট্টোর দল৷
চলতি সপ্তাহের শুরুতেই শোনা গিয়েছিল, নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর দল জোট বেঁধে সরকার গঠন করছে৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ৷ এদিকে, জেলে বসেই ইমরান খানও পাল্টা চাল দিয়েছে৷ তারাও প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে৷ এই পরিস্থিতিতেই আবার পাকিস্তানে নতুন মোড়৷ জল্পনা, পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-র সঙ্গে জোট গঠন করবে না পাকিস্তান পিপলস পার্টি৷ বরং ইমরান খানের দলের সঙ্গেই হাত মিলিয়ে জোট গঠন করবে বিলাওয়াল ভুট্টোর দল৷ গত ৯ ফেব্রুয়ারিই নওয়াজ শরিফ ঘোষণা করেছিলেন, তাঁর ছোট ভাই, শাহবাজ শরিফ পিপিপি-র বিলাওয়াল ভুট্টোর সঙ্গে জোট নিয়ে আলোচনা করেছেন৷ সরকার গঠন করা হবে, প্রধানমন্ত্রী হবেন শাহবাজ শরিফ৷ মারিয়ান হবেন পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী৷  তবে এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই গল্পে নতুন মোড়৷ নওয়াজ শরিফের দল পিএমএল-এন, পিপিপির সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না৷ পিপিপি-ও অন্যদিকে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন৷