বিরোধী বেঞ্চে নয়, পাকিস্তানের মসনদে ইমরানের প্রার্থীই!
ইসলামাবাদ, ১৭ ফেব্রুয়ারি– মসনদে কে বসবে এখন এটাই পাকিস্তানের সবচেয়ে আলোচিত বিষয়৷ নির্বাচনের দিন থেকেই যে ভাবে উত্তেজনা ছড়ায় তাতে আগামী প্রধানমন্ত্রীকে নিয়ে গোটা পাকিস্তানের জনগণই ধোঁয়াশার মধ্যে৷ প্রধানমন্ত্রীর পদ নিয়ে নির্বাচনের ফল প্রকাশ করতেই সময় লেগেছিল চারদিন৷ নির্বাচনের ফল প্রকাশেরও প্রায় এক সপ্তাহ হয়ে গেল, এখনও অবধি সরকার গঠন হল না পাকিস্তানে৷ এরমধ্যেই একাধিক