রাস্তায় প্রস্রাব করছিলেন এক ব্যক্তি। সেই কাজে বাধা দেন এক ভারতীয় যুবক। এরপরই গুলি করে হত্যা করা হয় অভিযোগকারী যুবককে। চাঞ্চল্যকর এই ঘটনাটি আমেরিকার ক্যালিফোর্নিয়ার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ সূত্রে খবর, ২৬ বছর বয়সি ওই যুবকের নাম কপিল। হরিয়ানার জিন্দ জেলার বরাহকলা গ্রামের বাসিন্দা কপিল কৃষক পরিবারের ছেলে। বছর তিনেক আগে বিদেশে চলে আসেন তিনি। ২০২২ সালে ‘ডানকি’ পথ ধরে আমেরিকায় যান যুবক। এই জন্য প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ করতে হয়েছিল তাঁকে।
মৃতের এক আত্মীয় বলেন, ‘কপিল কেবল একজন লোককে খোলা জায়গায় প্রস্রাব করতে বারণ করেছিল। সেই জন্য ওকে গুলি করে মেরে দিল ওরা।’ স্থানীয় সূত্রে খবর, এক ব্যক্তি রাস্তায় প্রস্রাব করছিলেন। সেই কাজে প্রতিবাদ করতেই গুলি করে হত্যা করা হয়েছে কপিলকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যে ভারতে কপিলের আত্মীয়দের খবর পাঠানো হয়েছে। দেহ দেশে ফেরানোর ব্যবস্থাও শুরু হয়েছে বলে খবর।
Advertisement
Advertisement
Advertisement



