রোষানল থেকে বাদ গেল না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িও। ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত হাসিনার বাসভবন সুধা সদন। বঙ্গবন্ধুর বাড়িতে তাণ্ডব চালানোর পাশাপাশি বুধবার রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় সুধা সদনেও। বুধবার ১১টা নাগাদ ধানমন্ডি ৫ নম্বর রোডের সুধা সদনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালেও সেই আগুন জ্বলতে দেখা যায়। বাড়িটি আগুনে পুড়ছে খবর পাওয়ার পরও নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছয়নি দমকল বিভাগ।
বাংলাদেশবাসীর উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন বলে আগে থেকে ঘোষণা করেছিল আওয়ামী লীগ ও ছাত্র লীগ। তা নিয়ে হাসিনা-বিরোধীদের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। রাতে ভাষণ শুরুর আগেই সেই রোষ গিয়ে পড়ে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। সমাজমাধ্যমে ডাক দেওয়া হয়, ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির। এর পর মুজিবের বাড়িতে তাণ্ডব, ভাঙচুর চালায় জনতা। অগ্নিসংযোগ করা হয়।এরপরেই বিরোধীদের আক্রমণের লক্ষ্য হয়ে ওঠে সুধা সদন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুন জ্বললেও হামলার আশঙ্কায় তা নেভাতে যাননি দমকলকর্মীরা।
Advertisement
বুধবার রাত থেকেই হাসিনা-বিরোধী রোষ ছড়িয়ে পড়কে শুরু করে। খুলনার ময়লাপোতা এলাকায় ভেঙে দেওয়া হয় হাসিনার কাকার বাড়ি ‘শেখ বাড়ি’। বুধবার রাতে ২টি বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া শুরু হয়। কুষ্টিয়ায় বুলডোজার চলে প্রাক্তন আওয়ামী লীগ সাংসদ মাহবুব উল আলম হানিফের বাড়িতে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে আক্রমণকারীদের দাবি, আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করতে হবে।
Advertisement
রাজধানী ঢাকা থেকে কিছুটা দূরে সাভারের জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং হাসিনার ম্যুরাল ভেঙে দেন একদল বিক্ষোভকারী। সেখানকার আল বেরুনী হলের দেয়ালে আঁকা বঙ্গবন্ধুর গ্রাফিতিও রং দিয়ে মুছে দেওয়া হয়।
Advertisement



