সন্ত্রাসবাদীদের টাকায় মাস্কের ‘এক্স’ ব্যবসা!

Written by SNS February 16, 2024 8:32 pm

অটোয়া, ১৬ ফেব্রুয়ারি– অর্থের বিনিময়ে নাকি জেহাদের বিষ ছডি়য়ে দেওয়া হচ্ছে জনপ্রিয় প্ল্যাটফর্ম মাইক্রো-ব্লগিং সাইট ‘এক্স’ এর মাধ্যমে৷ সম্প্রতি প্রকাশ্যে আসা এক চাঞ্চল্যকর রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে৷

বিবিসি সূত্রে খবর, সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে ‘টেক ট্রান্সপারেন্সি প্রোজেক্ট’ নামের সংস্থা৷ সেখানে এক্স (পুরনো নাম টুইটার) নিয়ে বিস্ফোরক দাবি করা হয়েছে৷ বলা হয়েছে, আমেরিকায় নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনগুলো দিব্বি এক্স হ্যান্ডেল ব্যবহার করছে৷ শুধু তাই নয়, টাকা দিয়ে নিজেদের হ্যান্ডেলের জন্য ‘ব্লু টিক’ও কিনেছে তারা৷ মাত্র কয়েক ডলারের বিনিময়ে মাইক্রো-ব্লগিং সাইটটিকে প্রচারের হাতিয়ার বানিয়ে ফেলেছে জেহাদিরা৷ আর সব জেনেও ‘শিবনেত্র’ হয়ে বসে রয়েছেন টেকদুনিয়ার দাপুটে ধনকুবের এলন মাস্ক৷ রিপোর্টে আরও বলা হয়েছে, যেহেতু এখন টাকার বিনিময়ে এক্স হ্যান্ডেলে প্রচার করা সম্ভব, তাই নতুন আইনি জটিলতা দেখা দেবে এবং ফেক নিউজের রমরমা ঠেকানো আরও কঠিন হয়ে উঠবে৷

বলে রাখা ভালো, মাসে মাত্র ৮ ডলারের বিনিময়ে ব্লু টিক পরিষেবা দিচ্ছে এক্স৷ এতে দীর্ঘ বয়ান লেখা যায় ও বেশি প্রচার পাওয়া যায়৷ ফলে লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লা থেকে শুরু করে আল কায়দা, ইসলামিক স্টেটের মতো গ্লোবাল জেহাদি দলগুলো বিষ ছডি়য়ে দিচ্ছে৷ আর মার্কিন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মাস্কের সংস্থা তাদের টাকায় পুষ্ট হচ্ছে৷

উল্লেখ্য, আমেরিকার নেতৃত্বে মিত্রজোটের হাতে মার খেয়ে ইরাক ও সিরিয়ায় জমি খুইয়েছে ইসলামিক স্টেট (ISIS)৷ আফগানিস্তান থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত ব্যাকফুটে রয়েছে আল কায়দা৷ তাই এবার পন্থা বদলে ফেলেছে তারা৷ নেটদুনিয়ায় আরও তীব্র ছায়াযুদ্ধ যুরু করেছে জেহাদিরা৷ সোশাল মিডিয়ায় তরুণ প্রজন্মের মগজ ধোলাই করে ‘লোন উলফ’ হামলায় উসকানি দিচ্ছে জঙ্গিরা৷