অবতরণের সময় উল্টে গিয়ে রানওয়েতে আছড়ে পড়ল বিমান। বড় দুর্ঘটনার সাক্ষী থাকল কানাডার টরেন্টো বিমানবন্দর। দুর্ঘটনার সময় বিমানটিতে মোট ৮০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৭৬ জন যাত্রী ও ৪ জন ক্রু মেম্বার। এই দুর্ঘটনার জেরে ১৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বেশ কিছু সময় বিমানবন্দরে সব বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।
ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি আমেরিকার মিনেসোটার মিনিয়াপোলিস থেকে টরেন্টোয় আসছিল। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারায় বিমানটি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। বিমানবন্দরের বেশ কিছু ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বরফের উপর অবতরণ করছে বিমানটি। সেই সময়ই কালো ধোঁয়া বের হচ্ছে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনেন।
Advertisement
বিমানবন্দরটি এই মুহূর্তে বরফে ঢাকা। এর সঙ্গে কুয়াশাও রয়েছে। ঘণ্টায় ৪০ মাইল গতিতে ঝোড়ো হাওয়া বইছে। মনে করা হচ্ছে, বরফে ঢাকা রানওয়ে ছোঁয়ার সঙ্গে সঙ্গে চাকা পিছলে বিমানটি উল্টে গিয়ে থাকতে পারে। ঘটনাস্থলে থাকা প্যারামেডিকরা জানিয়েছেন, এই দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন এবং অন্যরা হালকা থেকে মাঝারি আঘাত পেয়েছেন।
Advertisement
এই বিমান দুর্ঘটনার প্রসঙ্গে কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ জানান, তিনি বিষয়টির ওপরে নজর রাখছেন। উদ্ধারকারী দল জানিয়েছে, বিমান থেকে সবাইকে বের করে আনা হয়েছে।
Advertisement



