নতুন বছরের জানুয়ারি মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। কিন্তু তার আগেই ভারতীয় পড়ুয়াদের জন্য এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন শীর্ষস্থানীয় মার্কিন বিশ্ববিদ্যালয় ভারতীয় ও অন্যান্য বিদেশি পড়ুয়াদের দ্রুত আমেরিকায় ফিরতে এবং ক্যাম্পাসে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। আশঙ্কা, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই সেদেশে ভ্রমণে নানা রকম নিষেধাজ্ঞা জারি হতে পারে। পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শপথ অনুষ্ঠানের আগেই যুক্তরাষ্ট্রে ফিরে আসুন তাঁরা। নয়তো নিষেধাজ্ঞার কারণে কোনও রকম অসুবিধের সম্মুখীন না হতে হয়। সংবাদ সংস্থা সূত্রে এই খবর মিলেছে।
নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন। তাঁর প্রথম দিনের শপথের পরেই তিনি অভিবাসন এবং অর্থনৈতিক নীতিতে নানা নির্দেশ কাৰ্যকর করার সিদ্ধান্ত নিতে পারেন। চিন বা মেক্সিকোর উপরে ট্যারিফ বাড়ানোর পাশাপাশি ভারতীয় তথা বিদেশিদের ভিসা বাতিলের মতো নির্দেশ ট্রাম্প দিতে পারেন বলে মনে করা হচ্ছে। ফলে এই নিয়ে উদ্বেগ বাড়ছে।
২০১৭ সালে, তাঁর প্রথম দফার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে এমন ধরনের পদক্ষেপ করেছিলেন রিপাবলিকান নেতা। সেই সময়ই সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের উপর ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। আমেরিকায় আসায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তেমন পরিস্থিতি আবার হতে পারে। এছাড়াও বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার ক্ষেত্রেও বেশ কিছু কঠোর নিয়ম চালু করার প্রস্তাব ছিল ট্রাম্পের।
এই পরিস্থিতিতে ম্যাসাচুসেটস, আমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক পড়ুয়া ও কর্মীদের দ্রুত আমেরিকায় ফেরার নির্দেশ দিয়েছে। ট্রাম্প জেতার পর থেকেই অভিবাসীদের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে আরও চিন্তা বাড়াচ্ছে বিশ্ববিদ্যালয়গুলির হঠাৎ এমন সতর্কবার্তা।
২০১৭ সালে ট্রাম্পের এদেশের ফলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। নিষেধাজ্ঞার কারণে হাজার হাজার ছাত্র ও পেশাজীবীদের সমস্যার সামনে ফেলে দেয়। ফলে এবার আগেভাগেই বিশ্ববিদ্যালয়গুলি তাদের আন্তর্জাতিক ছাত্রদের সুরক্ষার জন্য সক্রিয় পদক্ষেপ করছে। একটি ইমেল-এ বলা হয়েছে , ‘দেশে ফেরার ক্ষেত্রে কোনও অসুবিধে এড়াতে সবচেয়ে নিরাপদ হল ১৯ জানুয়ারি এবং এর পরবর্তী দিনগুলিতে যুক্তরাষ্ট্রে সশরীরে উপস্থিত থাকা।’ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি-র সহযোগী ডিন ডেভিড এলওয়েল আন্তর্জাতিক ছাত্রদের ভ্রমণ পরিকল্পনা সাবধানে করার পরামর্শ দিয়েছেন।