বুধবার খবর ছড়ায়, সপ্তাহ দুয়েক আগে ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বিমানে বসেও পড়েছিলেন তিনি। বিমান ছাড়ার কিছু সময় আগে কয়েকজন বিএনপি নেতা এবং সেনা জওয়ান গিয়ে তাঁকে বিমান থেকে নামিয়ে নিয়ে আসেন। তারপর থেকে তিনি গৃহবন্দি রয়েছেন। কিন্তু চঞ্চল চৌধুরী জানিয়েছেন তাঁকে গৃহবন্দি করার খবর সঠিক নয়। তিনি নিরাপদেই আছেন।
হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা ছাড়াও চঞ্চল চৌধুরীর নিয়মিত ভারতে যাতায়াত ছিল। ভারতীয় সিনেমায় তিনি অভিনয়ও করেছেন। কিছুদিন আগেই পরিচালক মৃণাল সেনের জীবন অবলম্বনে ‘পদাতিক’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেন চঞ্চল। বর্তমান ভারত ও বাংলাদেশের সম্পর্কের আবহে তাঁর নিঃশব্দতা বহু মানুষের মনে সংশয় জাগিয়েছিল। তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে এরকম খবরও রটেছিল। এই নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তিনি জানিয়েছেন, তাঁর গৃহবন্দি থাকার খবর সত্য নয়। তিনি ভালো আছেন, নিরাপদে আছেন।