‘কোনও বিশেষ মন্ত্রকের দায়িত্ব নিয়েও মাথাব্যথা নেই’ পাক প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে সরব বিলাওয়াল

Written by SNS February 19, 2024 7:55 pm

ইসলমাবাদ, ১৯ ফেব্রুয়ারি– সবে নিজেকে প্রধানমন্ত্রীর কুরসি থেকে সরিয়ে নিয়েছেন৷ সরিয়ে নেওয়ার পেছনে জনগণের আদেশকে কারণ হিসেবে দেখিয়েছেন বলাওয়াল ভুট্টো জারদারি৷ যদিও অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছে সবই সুবিধা পাওয়ার খেলা বলে টিপ্পনি করা হয়েছে৷ যদিও প্রধানমন্ত্রী না হলেও কোনও বিশেষ মন্ত্রকের দায়িত্ব নিয়েও মাথাব্যথা নেই বলেই জানিয়েছেন বেনজির ভুট্টোর পুত্র৷ উল্লেখ্য, ত্রিশঙ্কু পাকিস্তানে এখনও সরকার গঠন হয়নি৷ তার মধ্যেই জল্পনা শুরু হয়েছে, সেদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন?

প্রাপ্ত আসনের নিরিখে সকলের চেয়ে এগিয়ে রয়েছে ইমরান খানের পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা৷ কিন্ত্ত সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরেই থামতে হয়েছে তাঁদের৷ তার পরে পাকিস্তানে সরকার গড়তে পিপিপির সঙ্গে হাত মেলায় পিএমএল(এন)৷ বেশ কয়েকজন নির্দল প্রার্থীর সমর্থন নিয়ে পাকিস্তানে জোট সরকার গড়া প্রায় নিশ্চিত৷ যদিও ফলপ্রকাশের পর সপ্তাহখানেক কেটে গেলেও এখনও সরকার গড়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারেনি দুই দল৷
জোট গঠনের পরেই প্রশ্ন ওঠে, জোট সরকারের প্রধানমন্ত্রী কে হবেন? দুই দলেরই দাবি, তাঁদের পার্টির নেতাকে প্রধানমন্ত্রী করতে হবে৷ সেই মতো নওয়াজ শরিফের দলের তরফে প্রস্তাব দেওয়া হয়, সরকারের প্রথম তিন বছরের জন্য প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ৷ পরের দুবছরের জন্য কুরসিতে বসবেন পিপিপি নেতা বিলাওয়াল৷ কিন্ত্ত সেই প্রস্তাব পত্রপাঠ ফিরিয়ে দেন প্রয়াত বেনজির ভুট্টোর পুত্র৷

নির্বাচনের পর ভোটারদের ধন্যবাদ জানাতে সিন্ধ প্রদেশে একটি জনসভায় যোগ দেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল৷ সেখানেই বলেন, “শেষ দুবছরের জন্য আমাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল পিএমএল(এন)৷ কিন্ত্ত আমি না বলেছি৷ কারণ এইভাবে আমি প্রধানমন্ত্রী হতে চাই না৷ যদি প্রধানমন্ত্রী হতেই হয়, তাহলে পাকিস্তানের মানুষের ভোটে জিতে এসে হব৷” তবে এই জনসভা থেকেই বিলাওয়াল জানান, আসিফ আলি জারদারিকে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া হবে৷ জারদারি প্রেসিডেন্ট হলে দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি শান্ত হবে, মত বিলাওয়ালের৷