ওয়াশিংটন, ১২ জানুয়ারি: ইয়েমেনে হুথি গোষ্ঠীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা প্রসঙ্গে হুঙ্কার ছাড়লেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। কার্যত স্বীকার করে নিলেন ইউকে-ইউএস যৌথ হামলার কথা। আজ তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আমেরিকার নাগরিক ও আন্তর্জাতিক বাণিজ্যে কেউ বাধা দিলে পদক্ষেপ করতে এক মুহূর্তের বেশি চিন্তা করবে না। সেই সঙ্গে বাইডেন জানিয়ে দেন, হুথি গোষ্ঠীকে তাদের কার্যকলাপ বন্ধ করার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছিল। গঠন করা হয়েছিল টাস্ক ফোর্স। এমনকি সেনা অভ্যুত্থানের হুঁশিয়ারিও দেওয়া হয় তাদের। তবুও ভ্রূক্ষেপ করেনি এই বিদ্রোহী গোষ্ঠী। এই লক্ষ্মণরেখা অতিক্রম করার পরই যৌথ হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন।
প্রসঙ্গত লোহিত সাগরে বেশ কয়েকদিন ধরে পণ্যবাহী জাহাজে হামলা চালায় হুথি জঙ্গি গোষ্ঠী। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলির ওপর বারবার হামলা চালিয়েছে তারা। এমনকি তারা ড্রোন ও মিসাইল হামলাও চালিয়েছে। ইজরায়েলের বন্ধুরাষ্ট্রগুলির ওপর এই হামলা চালায় ইয়েমেন সমর্থক এই জঙ্গি গোষ্ঠী। মূলত তারা ইরানের মদতপুষ্ট বলে জানা গিয়েছে। প্যালেস্টাইনের ওপর ইজরায়েলের হামলায় তাদের বিদ্রোহের মূল কারণ। এবার সেই বিদ্রোহীদের মোক্ষম জবাব দিল আমেরিকা। এই হামলায় আমেরিকার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে ব্রিটেন। ইয়েমেনে হুথি গোষ্ঠীর একাধিক ঘাঁটি ক্ষেপণাস্ত্র ফেলে ধ্বংস করা হয়। ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগরী আল হুদাইদাহতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটানো হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



