• facebook
  • twitter
Sunday, 13 October, 2024

মার্কিন স্কুলে ছাত্রের এলোপাথাড়ি গুলি, মৃত কমপক্ষে ১৭

ওয়াশিংটন ডিসি- মার্কিন একটি স্কুলে প্রাক্তন ছাত্রের এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মার্কিন স্কুলে যতগুলি হামলা এ পর্যন্ত হয়েছে, এই হামলা সবচেয়ে ভয়াবহগুলির মধ্যে একটি। ফ্লোরিডার ওই স্কুলে যে যুবক হামলা চালিয়েছে, সে ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র। নাম নিকোলাস ক্রুজ। শৃংখলাভঙ্গের অপরাধে ১৯ বছরের নিকোলাসকে স্কুল থেকে

মার্কিন স্কুলে ছাত্রের এলোপাথাড়ি গুলি, মৃত কমপক্ষে ১৭

ওয়াশিংটন ডিসি- মার্কিন একটি স্কুলে প্রাক্তন ছাত্রের এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মার্কিন স্কুলে যতগুলি হামলা এ পর্যন্ত হয়েছে, এই হামলা সবচেয়ে ভয়াবহগুলির মধ্যে একটি।

ফ্লোরিডার ওই স্কুলে যে যুবক হামলা চালিয়েছে, সে ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র। নাম নিকোলাস ক্রুজ। শৃংখলাভঙ্গের অপরাধে ১৯ বছরের নিকোলাসকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।

পরে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, গ্যাস মাস্ক, স্মোক গ্রেনেড ও হাতে রাইফেল নিয়ে স্কুলে ঢোকে নিকোলাস। তারপরেই শুরু করে এলোপাথাড়ি গুলি চালানো। সঙ্গে সঙ্গে বিপদ এলার্ম বাজিয়ে স্কুলটিকে খালি করে দেয় কর্তৃপক্ষ।

কিন্তু তাতেও বহু প্রাণ রক্ষা করা যায়নি। আরও হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। মার্জোতি স্ট্যোনম্যান ডগলাস হাইস্কুলটি ফ্লোরিডা স্টেটের সবচেয়ে বড় ও নামী স্কুল।

খবর পেয়েই একরাশ আতঙ্ক ও উৎকন্ঠা নিয়ে স্কুলের বাইরে ভিড় করেন অভিভাবকরা।

স্কুলের সুপার রবার্ট রুনসির কথায় ছেলেটির কাছে একাধিক আগ্নেয়াস্ত্র ছিল। হামলাকারী নিজেই ফায়ার অ্যালার্ম বাজায়, যাতে ছাত্রছাত্রীরা ভয়ে ক্লাস থেকে বেরিয়ে পড়ে আর তার হত্যালীলা চালাতে সুবিধা হয়।